খেলার খবর... |
রেফারিদের জাতীয়
শিবিরে কালনার দু’জন
নিজস্ব সংবাদদাতা • কালনা |
|
ভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) উচ্চ মানের রেফারি তৈরির শিবির ‘প্রজেক্ট ফিউচার ইন্ডিয়া’য় ডাক পেলেন কালনার দুই যুবক। স্থানীয় রামেশ্বরপুর গ্রামের এই দু’জনের নাম ঋজু মণ্ডল ও সন্দীপ দাস।
কলকাতা রেফারিং অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, গুজরাটের গাঁধীনগরে শিবিরটি শুরু হবে ১৮ ডিসেম্বর। শিবিরের জন্য এ রাজ্য থেকে ১৮ থেকে ২২ বছর বয়সী পাঁচ জন মহিলা-সহ ১২ জনকে বেছে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যেই রয়েছেন কালনার দুই। ঋজু ও সন্দীপ ইতিমধ্যেই বাঁশি মুখে নিয়ে সফল ভাবে সামলেছেন জেলা লিগ ও কলকাতা লিগের বেশ কিছু খেলা। জাতীয় স্তরের শিবিরে ডাক পেয়ে তাঁরা স্বভাবতই খুশি। ছিপছিপে চেহারার সন্দীপ দাসের কথায়, “এই শিবিরে নিজেকে প্রমাণ করতে পারলে ভাল জায়গায় সুযোগ পেতে পারি। দেশের সফল রেফারিদের থেকে অনেক কিছু শিখতেও পারব।” ঋজু বলেন, “ভাল রেফারি হতে গেলে শারীরিক সক্ষমতার সঙ্গে প্রয়োজন নিঁখুত সময় জ্ঞান। শিবিরে গিয়ে এই দু’টি বিষয়েই ভাল ভাবে শেখার চেষ্টা করব।” |
|
ঋজু মণ্ডল ও সন্দীপ দাস। —নিজস্ব চিত্র। |
কালনা মহকুমার অন্যতম রেফারি নৃপেন হালদার বলেন, “ঋজু ও সন্দীপের কাছে এটা ভাল সুযোগ। সেটা কাজে লাগালে পারলে বাংলা দু’জন ভাল রেফারি পাবে।” গত পাঁচ বছর ধরে কালনার বিভিন্ন এলাকা থেকে নবীন রেফারিদের কলকাতার মাঠে নিয়ে যাচ্ছেন অল ইন্ডিয়া রেফারি অ্যাসোসিয়েশনের ইন্সট্রাক্টর হরিসাধন ঘোষ। কালনার জিউধারা গ্রামে বড় হওয়া হরিসাধনবাবু বলেন, “কালনার দুই যুবক সুযোগ পাওয়ার আলাদা করে ভাল লাগছে। প্রাক্তন ফিফা রেফারি ও কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক উদয়ন হালদার আমাদের নানা ভাবে সাহায্য করছেন।” কালনার গ্রাম থেকে আরও রেফারি তুলে আনার জন্য ২৭ থেকে ২৯ ডিসেম্বর শিবির করা হবে বলে জানান তিনি। |
|