হুমকিতে অভিযুক্ত নেত্রী
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
ছাত্র সংসদের সভাপতির বিরুদ্ধে টেলিফোনে হুমকি দেওয়ার অভিযোগ আনলেন তৃণমূল শিক্ষক নেতা তথা আসানসোলের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক চন্দ্রশেখর কুণ্ডু। চন্দ্রশেখরবাবুর অভিযোগ, আসানসোল গার্লস কলেজের টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সভাপতি অদিতি চক্রবর্তী তাঁকে টেলিফোনে হুমকি দিয়েছেন। ঘটনার বিহিত চেয়ে আসানসোলের মহকুমাশাসকের কাছে শনিবার চিঠি পাঠিয়েছেন চন্দ্রশেখরবাবু। প্রতিলিপি রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক এবং আসানসোলের মেয়র পারিষদ অভিজিৎ ঘটকের কাছেও পাঠিয়েছেন। চন্দ্রশেখরবাবু জানান, আসানসোল গার্লস কলেজের তাঁর পরিচিত প্রথম বর্ষের কিছু ছাত্রীর বার্ষিক পরীক্ষার ফল খারাপ হয়েছে। তাঁর অভিযোগ, “ওই ছাত্রীরা আমার কাছে এসে জানায়, পুনর্মূল্যায়ণ করাতে হলে তাঁকে দু’হাজার টাকা করে দিতে হবে বলে দাবি করেছেন কলেজের ছাত্র সংসদ সভাপতি অদিতি চক্রবর্তী। ওই ছাত্রীদের নিয়ে ১৮ নভেম্বর আমি মেয়র পারিষদ অভিজিৎ ঘটকের কাছে যাই। অভিজিৎবাবুর ঘর থেকে বেরিয়ে আসার কিছুক্ষণ পরেই অদিতি টেলিফোনে আমাকে বাড়াবাড়ি করতে বারণ করে হুমকি দেয়।” চন্দ্রশেখরবাবুর আরও অভিযোগ, তিনি গুরুত্ব না দেওয়ায় অদিতিদেবী তাঁর বাড়িতে ১৫ জন ছাত্রীকে নিয়ে হাজির হন। তখন তাঁর স্ত্রী বাড়িতে একা ছিলেন। অভিযোগ, অদিতিদেবী তাঁকে হুমকি দেন, চন্দ্রশেখরবাবুর সঙ্গে তিনি বোঝাপড়া করে নেবেন। ফোন বন্ধ থাকায় অদিতিদেবীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। টিএমসিপি-র জেলা সভাপতি অশোক রুদ্র বলেন, ‘‘অভিযোগের সত্যতা জানবার জন্য সংগঠন তদন্ত করবে।” মহকুমাশাসক অমিতাভ দাস বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
|
আজ গণনা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল পুরসভার তিনটি ওয়ার্ড এবং কুলটি পুরসভার একটি ওয়ার্ডের উপনির্বাচনের ভোট গণনা হবে আজ সোমবার। আসানসোলের মহকুমাশাসক অমিতাভ দাস জানান, মহকুমাশাসকের কার্যালয়ের নতুন ভবনে গণনা পর্ব শুরু হবে সকাল ৮টা থেকে। একসঙ্গে ৯টি টেবিলে চারটি ওয়ার্ডের ভোট গণনা চলবে। যে সব জায়গায় গণনা হবে, সেখানে সকাল থেকেই ১৪৪ ধারা জারি থাকবে। গণনা শান্তিপূর্ণ ভাবে শেষ করতে আঁটোসাটো পুলিশি ব্যবস্থা থাকবে বলে জানান মহকুমাশাসক।
|
মিলল দেহ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
খোলামুখ খনির জলে তলিয়ে যাওয়ার ১৬ ঘণ্টা পর মৃতদেহ উদ্ধার করল কলকাতা পুলিশের উদ্ধারকারী ডুবুরি দল। শুক্রবার খোলামুখ খনির পাশে খেলা করার সময় কোনও ভাবে পা হড়কে তলিয়ে যায় ৬ বছরের বালিকা ববি রায়। পুলিশ জানায়, শনিবার সকালে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
বার্ষিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোলের দিল্লি পাবলিক স্কুলের প্রথম বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হল শনিবার। এ দিন অনুষ্ঠানের সূচনা করেন আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রধান স্বামী সুখানন্দ মহারাজ। |