টুকরো খবর |
মন্দিরে চুরি
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
মন্দিরের তালা ভেঙে একটি কষ্ঠি পাথরের মূর্তি-সহ সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার রাতে সালারের কাগ্রামের রায়চৌধুরী পরিবারের মন্দিরের ঘটনা। পরিবারের সদস্যরা জানান, এক ফুট চওড়া ও দেড় ফুট লম্বা কালী মূর্তি ও তিন ভরি রুপোর ও দেড় ভরি সোনার গয়না নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এই বিষয়ে পুলিশকে অভিযোগও জানানো হয়েছে। বছর ৭০ আগেও ওই মূর্তিটি চুরি হয়ে গিয়েছিল। চুরির দশ বছর পর তা আবার গ্রামের মহাশয় পাড়ার একটি পুকুর উদ্ধার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
সচেতনতা শিবির
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
শিক্ষা, স্বাস্থ্য, নারী পাচার, বাল্যবিবাহ ছাড়াও দেশপ্রেম নিয়ে গণ সচেতনতা শিবির হল ইসলামপুরে। বৃহস্পতিবার ইসলামপুর চক মহমায়া ক্লাবে আয়োজিত ওই আলোচনায় যোগ দেন ডোমকল ইঞ্জিনিয়ারিং কলেজের রেজিস্ট্রার বাইজিদ হোসেন, ইসলামপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক শঙ্কর মণ্ডল-সহ স্থানীয়রা। আলোচনায় মূলত নারী শিক্ষার উপরে গুরুত্ব দেন আলোচকরা। এলাকার অনেক বাসিন্দা এই শিবিরে যোগ দিয়েছিলেন।
|
দুর্ঘটনায় জখম ৮
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
যাত্রী বোঝাই গাড়ি উল্টে জখম হলেন তিন মহিলা-সহ আট যাত্রী। বুধবার রাতে বড়ঞার হলদিয়া-ফরাক্কা বাদশাহী সড়কে বাহাদুরপুর মোড়ের ঘটনা। পুলিশ সূত্রে খবর, কেতুগ্রামের চাকটা থেকে কনে যাত্রী নিয়ে গাড়িটি যাচ্ছিল বীরভূমের বিষ্ণপুর গ্রামে। পথে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি পড়ে যায় একটি নয়ানজুলিতে। জখমদের বড়ঞা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ গাড়িটিকে আটক করলেও চালক পলাতক।
|
অনুপ্রবেশের অভিযোগে ধৃত বাংলাদেশি
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
অনুপ্রবেশের অভিযোগে ২০ জন বাংলাদেশি-সহ এক ভারতীয়কে গ্রেফতার করল হাঁসখালি থানার পুলিশ। বুধবার রাতে বগুলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত ওই বাংলাদেশিদের বাড়ি মহেশগঞ্জ থানা এলাকায়। বৈধ কাগজ পত্র ছাড়াই তারা সীমান্ত পার হয়ে ভারতে এসেছিল। বুধবার একটি পণ্যবাহী গাড়িতে করে নবদ্বীপ স্টেশনের দিকে যাওয়ার পথে পুলিশ তাদের ধরে।
|
সাংবাদিক সম্মেলন |
একশো দিনের কাজের প্রকল্পের মাধ্যমে জেলার অঞ্জনা ও যমুনা নদী সংস্কারে পরিকল্পনা নিল জেলা প্রশাসন। পাশাপাশি জেলার বেশ কয়েকটি প্রাকৃতিক জলাভূমি সংস্কারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পিকনিক স্পট, শিক্ষামূলক প্রদর্শনীর জন্য বিভিন্ন প্রজাতির একটি বাগান তৈরি করার কথা জানান জেলাশাসক পি বি সালিম। তিনি বলেন, ‘শ্রম দিবস সৃষ্টির পাশাপাশি কিছু সম্পদ সৃষ্টি করাও এই প্রকল্পের উদ্দেশ্য।”
|
খরজুনা কাণ্ডে চার্জ-গঠন
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
মুর্শিদাবাদের খরজুনায় ধর্ষনের ঘটনায় অভিযুক্ত প্রকাশ দাসের বিরুদ্ধে চার্জ গঠন করল কান্দি মহকুমা আদালত। বৃহস্পতিবার ফার্স্ট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারপ্রতি চিন্ময় চট্টোপাধ্যায়ের এজলাসে প্রকাশকে তোলা হলে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। আগামী ১৬ ডিসেম্বর অভিযুক্তকে আদালতে তোলার নির্দেশ দেন বিচারক। ওই দিন থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেওয়া হয়। সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী বলেন, “মামলাটির দ্রুত নিষ্পত্তির জন্য ১২ দিনে ২২জন সাক্ষীর কাছ থেকে সাক্ষ্যগ্রহণ হবে।” |
পুরনো খবর: মহিলাকে শ্বাসরোধ করে খুনের নালিশ
|
দেহদান মালদহে
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
মুর্শিদাবাদ ফিরিয়ে দিলেও ডেকে নিল মালদহ। মরণোত্তর দেহদানে মালদহ মেডিক্যাল কলেজের সেই ডাকে সাড়া দিয়ে সম্মতিপত্রে স্বাক্ষরও করেছেন জামালুদ্দিন। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ওই বাসিন্দাকে মালদহে নিয়ে যাচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে মরণোত্তর দেহদানে মানুষকে উত্সাহিত করতে জামালুদ্দিনই তাদের হাতিয়ার। রঘুনাথগঞ্জের চাঁদপাড়ার বাসিন্দা ৬৬ বছরের জামালুদ্দিন চক্ষুদানের অঙ্গীকার করেছেন বছর দুই আগেই।
|
অধীরের মামলা খারিজ |
রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর অন্তর্বর্তী জামিন খারিজের আবেদন বাতিল করে দিল কলকাতা হাইকোটর্র্। বহরমপুর আদালত ২৮ নভেম্বর পর্যন্ত অধীরের অন্তবর্তী জামিনের আদেশ দিয়েছিল। তার বিরুদ্ধে অর্ন্তবর্তী জামিন খারিজ করার জন্য রাজ্য সরকার মামলা করে। বৃহস্পতিবার বিচারপতি নিশীথা মাত্রে ও অরিজিৎ চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায় ২৮ নভেম্বর আর কয়েক দিন বাকি। তাই নিম্ন আদালতের চুড়ান্ত রায়ের পরেই এ ব্যাপারে মামলা করা যাবে বলে এ দিন জানিয়ে দেয় হাইকোর্ট।
|
আলোচনা শিবির |
নিরাপত্তা বিষয়ক আলোচনা শিবির করল রাজ্য বিদ্যুত্ বণ্টন সংস্থা। বৃহস্পতিবার ডোমকল মহকুমাশাসকের সভাকক্ষের ওই সভায় ছিলেন মুর্শিদাবাদের ডিভিশনাল ম্যানেজার সুকান্ত মণ্ডল, ডোমকল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌমিত্র হোড় প্রমুখ। বিদ্যুত্ ব্যবহার ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেন তাঁরা। |
|