টুকরো খবর
মহিলাকে শ্বাসরোধ করে খুনের নালিশ
বড়ঞায় মহিলা খুনের প্রতিবাদে পুলিশ সুপারকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের।—নিজস্ব চিত্র।
কামদুনি কাণ্ডের রেশ কাটেনি এখনও। রাজ্য জুড়ে নারী ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদও অব্যাহত। তবুও মেয়েদের উপর অত্যাচার থেমে নেই। রবিবার কাকভোরে মুর্শিদাহাদের বড়ঞার খরজুনা গ্রামের চাষাপাড়ায় হাসপাতালের পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হয় এক মহিলার নগ্ন দেহ। মহিলার পরিবারের তরফে পুলিশের কাছে শ্বাসরোধ করে খুনের নালিশ করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধারে গ্রামে এলে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। চলে পুলিশকে ঘিরে বিক্ষোভ। তাঁরা দাবি জানাতে থাকেন, খোদ পুলিশ সুপার ঘটনাস্থলে না দেহ তুলতে দেওয়া হবে না। বিক্ষোভকারীরা কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়ক অবরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে গ্রামে পৌঁছন জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর। গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রকাশ দাসকে। গ্রামবাসীদের ক্ষোভ থামে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। মৃতার স্বামী বৈদ্যনাথ দাস পুলিশ সুপারকে সমস্ত ঘটনা জানান। পুলিশ সুপার বলেন, “বৈদ্যনাথবাবু জানিয়েছেন, ধৃত প্রকাশের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক ছিল। ইদানীং ওই মহিলা প্রকাশকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু বিবাহিত প্রকাশ প্রস্তাবে সায় দিচ্ছিল না। এ দিন তা নিয়ে উভয়ে কথা কাটাকাটি হয়। তারপর রেগে গিয়ে শ্বাসরোধ করে প্রকাশ তাঁর স্ত্রীকে খুন করে।”

বনধ নির্বিঘ্নে রেজিনগরে
রেজিনগরে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষের জেরে শুক্রবার রাতে দুই সিপিএম কর্মী খুনের প্রতিবাদে রবিবার এলাকায় ১২ ঘন্টার বনধ ডেকেছিল সিপিএম। বেলডাঙা-২ ব্লক জুড়ে প্রায় ঘটনাহীন ভাবেই কাটল বনধের এই দিনটি। নির্বিঘ্নে বনধ পেরিয়ে এলেও সে রাতের আতঙ্ক এখনও কাটেনি একডালা গ্রামে। চলছে পুলিশি টহল। তবে ঘটনার পরেই পুলিশের ভয়ে গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। সিপিএমের জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য বলেন, “পরিকল্পনা করে আমাদের লোক জনকে খুন করেছে কংগ্রেস। ভোট প্রচার করে ফেরার পথে বোমা ও গুলি চালিয়ে খুন করা হয়েছে। কিন্তু ঘটনার পরেও পুলিশের তৎপরতা কোথায়?” জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাসও ওই ঘটনায় পুলিশের সমালোচনা করেছেন। তিনি বলেন, “পঞ্চায়েত ভোটের মুখে জেলায় বোমা-গুলির পাহাড় জমছে। কিন্তু তা বাজেয়াপ্ত করার ক্ষেত্রে পুলিশ সদর্থক ভূমিকা নিচ্ছে না। ফলে রাজনৈতিক সংঘর্ষ, গুলি, বোমাবাজি চলছে।”

ঝুলন্ত দেহ উদ্ধার
পৃথক জায়গা থেকে রবিবার দু’জনের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। কান্দির পুরন্দরপুর গ্রামের বাসিন্দা আবুল শেখ (২২) এর দেহ মেলে তাঁর নিজের ঘর থেকে। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। অন্য দিকে ভরতপুরের বাসিন্দা চুমরি ঘোষ (২৫) এর দেহ উদ্ধার হয় তাঁর শোওয়ার ঘর থেকে। চুমকিদেবীর বাবা সাধন ঘোষ মেয়ের স্বামী মহাদেব ঘোষ ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন। সাধনবাবুর অভিযোগ, বছর দশেক হল মেয়ের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই পণের দাবিতে মেয়ের উপর অত্যাচার করা হত। তার ফলে মেয়ে আত্মঘাতী হয়েছে বলে দাবি সাধনবাবুর। পুলিশ মৃতার স্বামী মহাদেবকে গ্রেফতার করেছে। বাকিরা পলাতক। অন্য দিকে, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন এক মহিলা। নাম সানোয়ারা খাতুন (১৯)। বাড়ি কান্দির চাঁদনগর গ্রামে। পুলিশ জানায়, পারিবারিক অশান্তির জেরে রবিবার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন ওই মহিলা।

পতাকা ছেঁড়ার নালিশ
রাতের আঁধারে তৃণমূলের দলীয় পতাকা ও ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। শনিবার রাতে নবদ্বীপের মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতের কিছু এলাকায় তৃণমূল প্রার্থী তথা নবদ্বীপ ব্লক তৃণমূল সভাপতি হরিদাস দেবনাথের ব্যানার ও তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়া ঘিরে উত্তেজনা ছড়ায়। হরিদাসবাবু বলেন, “পঞ্চায়েত ভোটে এলাকায় পরাজয় বুঝে সিপিএম এই কাজ করেছে।” যদিও অভিযোগ অস্বীকার করে ওই পঞ্চায়েত প্রধান এবং সিপিএম নেতা অসীম ঘোষ বলেন, “মিথ্যা অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনে এলাকায় জিততে পারবে না বুঝে তৃণমূল নেতারা আমাদের সক্রিয় কর্মীদের জেলে ঢোকানোর পরিকল্পনা করছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.