কৃষ্ণনগরে ধুন্ধুমার

এক নজরে
• পুরসভার প্রতিষ্ঠা: ১৮৬৪ সালের ১ নভেম্বর। • কটি ওয়ার্ড: প্রথমে সব সদস্যই মনোনীত ছিলেন।
সেই সময় সদস্য সংখ্যা ছিল ১৫ জন। জনসংখ্যা ছিল ৬ হাজার। পরে নির্বাচন শুরু হয়।
১৮৭৬ সালে প্রথম বাঙালি উপ-পুরপ্রধান হন প্রসন্ন কুমার বসু। পরে ১৮৮৫ সালে
প্রথম বাঙালি পুরপ্রধান যদুনাথ রায় বাহাদুর। ১৯৮৮ সাল থেকে পুরবোর্ড কংগ্রেসের দখলে।
মোট ওয়ার্ড ২৪টি ভোট হবে ২৪টি ওয়ার্ডেই। গত নির্বাচনের ফল: কংগ্রেস ১৪, তৃণমূল ৮,
সমাজবাদী পার্টি ২। সম্প্রতি কংগ্রেস ও সমাজবাদী পার্টির সদস্যরা তৃণমূলে যোগ দেওয়ায় ক্ষমতায় তৃণমূল।
ভোটার ১ লক্ষ ১১ হাজার ৫৫৫ জন। ১৪৫টি বুথে ভোটগ্রহণ। মোট প্রার্থী ৯০
তৃণমূল-২৪, বামফ্রন্ট-২৪ (সিপিএম-১৬, সিপিআই-১, ফরওয়ার্ড ব্লক-১, আরএসপি-২,
বামফ্রন্ট সমর্থিত নাগরিক কমিটি-৪), কংগ্রেস-১৭, বিজেপি-১৮, নির্দল-৫, এসইউসিআই(এম)-২



পর্যবেক্ষক১) দেবব্রত চক্রবর্তী: ৭৮৭২৯৯৪৮৭৩ । ২) মৃত্যুঞ্জয় চক্রবর্তী: ৭৮৭২৯৯৪৮২৩।
পি বি সালিম (নদিয়া জেলাশাসক): ৯৮৩০১৫৪১০১। মৈত্রেয়ী গঙ্গোপাধ্যায়
(পুর-নির্বাচনী আধিকারিক তথা কৃষ্ণনগরের মহকুমাশাসক): ৯৪৩৪৩৪০৮৯৪।
সব্যসাচী রমণ মিশ্র (নদিয়ার পুলিশ সুপার): ৯৭৩২৫২২২২২।
রাজকুমার মালাকার (কোতোয়ালি থানার আইসি): ৯৬৭৪৭৪৩২৮৮


ওঁরা বলেন।
“আমরা আশাবাদী। গণতান্ত্রিক পরিবেশে ভোট হলে শহরের মানুষ আবার কংগ্রেসের পাশেই থাকবেন।”
জেলা কংগ্রেস সভাপতি
“অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে। তার ফলে বিপুল জন সমর্থন নিয়ে এ বার আমরা পুরবোর্ড গঠন করব।
তৃণমূলের জেলা সভাপতি
“বিভ্রান্ত পুর বাসিন্দারা বিকল্প শক্তির খোঁজ করছেন। গত দিনের থেকে আমাদের ভোট ও আসন দুই বাড়বে।”
সিপিএমের জেলা সম্পাদক



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.