|
|
|
|
বহরমপুরে ধুন্ধুমার |
|
এক নজরে |
• পুরসভার প্রতিষ্ঠা: ১৮৭৬ সালে • কটি ওয়ার্ড দিয়ে শুরু: ১৪টি ওয়ার্ড।
সেই সময়ে জনসংখ্যা ছিল ২৭ হাজার ১১৩ জন। গত ৩৫ বছর ধরে পুরবোর্ড কংগ্রেসের দখলে।
পুরসভার মোট আয়তন ৩১.৪২ বর্গকিমি। • গত বছর আসন ছিল: ২৫টি। |
প্রস্তুতি। বহরমপুরে গৌতম প্রামাণিকের তোলা ছবি। |
• মোট ওয়ার্ড: ২৮টি • ভোট হবে ২৮টি ওয়ার্ডেই। • গত নির্বাচনের ফল: সব আসনেই জয়ী কংগ্রেস • ভোটার ১ লক্ষ ১২ হাজার ৯২৭ জন। • ১৪৫টি বুথে ভোটগ্রহণ। • প্রার্থী ৯৬
• তৃণমূল-২৮, বামফ্রন্ট-২৮, কংগ্রেস-২৮, বিজেপি-৭, অন্য-৫ |
|
|
পুলিশ নিরাপত্তা |
নিরাপত্তার দায়িত্বে রয়েছেন প্রায় ১০০০ পুলিশ। তার মধ্যে ১০০ জন মহিলা পুলিশ।
সাদা পোশাকের পুলিশ রাখা হয়েছে। ২৮টি ওয়ার্ডকে ১৩টি সেক্টরে ভাগ করা হয়েছে।
ওই
১৩টি সেক্টরের দায়িত্বে রয়েছেন ডিএসপি এবং এসডিপিও পদমর্যাদার
চার জন অফিসার।
এছাড়াও মোবাইল কুইক রেসপন্স টিম থাকবে।আইআর ব্যাটেলিয়ন ৬০ জন এবং
কমব্যাট-র্যাফ ৮০ জন রয়েছে। প্রতিটি বুথের
দায়িত্বে সশস্ত্র পুলিশ রাখা হয়েছে।
শহরের ১০টি জায়গায় ‘নাকা বন্দি’ করা হয়েছে।
|
শেষ মুহূর্তের ব্যস্ততা। বহরমপুরে গৌতম প্রামাণিকের তোলা ছবি।
|
বিপদে পাশে |
পর্যবেক্ষক:
১) কৃষ্ণেন্দু সাধুখাঁ (১-১৪ নম্বর ওয়ার্ড পর্যন্ত): ৭৭৯৭২৯০৯৬১।
২) দেবাশিস দাস (১৫-২৮ নম্বর ওয়ার্ড পর্যন্ত): ৮৯০২৪৪২২৯৬।
ওয়াই রত্নাকর রাও
(মুর্শিদাবাদের জেলাশাসক): ৯৪৩৪৭৭০০০০।
অধীরকুমার বিশ্বাস
(পুরনির্বাচনী আধিকারিক তথা বহরমপুরের মহকুমাশাসক): ৯৪৩৪৭৭০০০৬।
হুমায়ুন কবীর (মুর্শিদাবাদের পুলিশ সুপার): ৯৪৩৪২২২০০০।
মোহায়মেনুল হক (বহরমপুর থানার আইসি): ৯৭৩২৭০১০১০ |
|
|
|
ওঁরা বলেন। |
“এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। কংগ্রেসই পুরসভা দখল করবে। বিরোধীরা খাতা খুলতে পারবে না।”
অধীর চৌধুরী, জেলা কংগ্রেস সভাপতি |
“নির্বিঘ্নে ভোট হওয়া নিয়ে আশঙ্কা রয়েছে। তবে এ বার আর বিরোধী শূন্য পুরবোর্ড হবে না।”
মৃগাঙ্ক ভট্টাচার্য,
সিপিএমের জেলা সম্পাদক |
“গত তিন বারের মতো এ বার পুরবোর্ড বিরোধী শূন্য হবে না। বিরোধী দলের ভূমিকায় তৃণমূল থাকবে।”
হুমায়ুন কবীর,
সিপিএমের জেলা সম্পাদক |
|
|
|
|
|
|
|