সচিন-পরবর্তী যুগের ধামাকা শুরু হয়ে গেল
ভাল খেললে রেকর্ড হতে বাধ্য: কোহলি
তিনি ভারতের ওয়ান ডে দলের ড্রেসিংরুমে এক বছরেরও বেশি নেই। কিন্তু সচিন তেন্ডুলকর অন্তিম টেস্ট ম্যাচ খেলে একেবারে প্রাক্তন ক্রিকেটার হয়ে যাওয়ার পরে কোচিতেই ভারতীয় দলের ড্রেসিংরুম প্রথম বার তেন্ডুলকর-হীন ছিল। এবং কী আশ্চর্য, সচিন ‘রেকর্ড ব্রেকিং’ তেন্ডুলকরকে নতুন রেকর্ডের হ্যাটট্রিকে স্মরণ করল বৃহস্পতিবার ভারতীয় দল!
ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম পাঁচ হাজার রানে পৌঁছনোর রেকর্ডে ভিভ রিচাডর্সের ভাগীদার হলেন বিরাট কোহলি।
চলতি বছরে ওয়ান ডে-তে সর্বাধিক রানের রেকর্ড রোহিত শর্মার ঝুলিতে।
এ বছরে ওয়ান ডে-তে সবচেয়ে বেশি উইকেট এখন রবীন্দ্র জাডেজার পকেটে।
তিন-তিনটে নজির সচিন-পরবর্তী ভারতীয় দলের ক্রিকেটাররা এ দিন গড়ে ফেললেন নেহরু স্টেডিয়াম ঠাসা ৬০ হাজার দর্শকের গনগনে উল্লাসের মধ্যে। যেখানকার আবহাওয়াকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ কোহলি বলে দিলেন, “নভেম্বরের শেষের দিকে দিনরাতের ম্যাচ খেলতে এসে মনে হচ্ছিল যেন জুন মাসে খেলছি।”

রোহিত ৮১ বলে ৭২
ভিভের সমান ১১৪ ইনিংসে পাঁচ হাজার রানে পৌঁছনোর দিনে কোহলি “উইকেট মোটেই ব্যাটিংয়ের আদর্শ ছিল না” জানিয়ে মাঠের পুরস্কার মঞ্চে টিভি ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর কাছে স্বীকার করেন, “প্রথম দিকে খুব সাবধানে খেলেছি যে জন্য। ফিল্ডিংয়ের সময়ই উইকেটটাকে বোঝার চেষ্টা চালিয়ে গিয়েছি। আর ক্রিজে এসে গোড়ার দিকে ভি-এ খেলেছি।” পরে সাংবাদিক সম্মেলনে এ রকম এক জন গ্রেটের সঙ্গে একাসনে বসে পড়া প্রসঙ্গে কোহলির প্রতিক্রিয়া, “দারুণ অনুভূতি হচ্ছে। তবে এটাই শেষ নয়। সত্যি বলতে, আমার কাছে এটা সবে শুরু। আরও অনেক পথ পেরোতে হবে।” সঙ্গে আরও যোগ করেন, “বেঙ্গালুরুতে ভারতের শেষ ওয়ান ডে-তে আমাকে অনেকে স্যর ভিভের এই রেকর্ডের কথা বলেছিল। কিন্তু আজ সেটা মাথায় নিয়ে ব্যাট করিনি। আসলে ব্যাপারটা মনেই ছিল না আর। বরং সব সময় নিজেকে নিজে বলি, ভাল ব্যাট করলে এ রকম মাইলফলক তৈরি হতে বাধ্য।”
রোহিত শর্মা—এ বছর ২৩ ওয়ান ডে-তে ১১৪৩ রানের মালিক বলেছেন, “এখানকার উইকেটে ব্যাট করা মোটেই সহজ ছিল না। দু’ধরনের পেস ছিল পিচে। যে কারণে আমার আর বিরাটের পার্টনারশিপের গুরুত্ব আরও বেশি। খুব সতর্ক ভাবে আমাদের ২১২ রানও তাড়া করতে হয়েছে। যে কারণে শুরুর দিকে আমি একটু ডিফেন্সিভ ছিলাম। পরিস্থিতিটা বুঝে নেওয়ার জন্য।”
জাডেজা ৩৭ রানে ৩ উইকেট কোহলি ৮৪ বলে ৮৬
অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কেবল একটাই আক্ষেপ, “রোহিত-বিরাটের দুটো ইনিংসের মধ্যে যে কোনও একটা সেঞ্চুরিতে পরিণত হলে ম্যাচটার একেবারে পারফেক্ট পরিসমাপ্তি ঘটত।” এ বছর ওয়ান ডে-তে ২৯ ম্যাচে ৪৯ উইকেট নেওয়া জাদেজার পাশাপাশি এ দিন রায়নার বোলিংয়েরও প্রশংসা করে এমএসডি বলেছেন, “কোচির আর্দ্রতা, নতুন বলে ওদের স্পিন করানোর ক্ষমতা, বিপক্ষ ব্যাটসম্যানদের আচমকা নতুন গেমপ্ল্যানের সামনে ফেলার জন্য অশ্বিনের আগে রায়না-জাদেজাকে আক্রমণে এনেছিলাম। ওরা দু’জনই দারুণ করেছে।”
ওয়ান ডে-তে দ্রুততম ৫০০০
সব থেকে কম বয়সে ৫০০০ রানে

২৩ বছর ২৯৪ দিন

২৫ বছর ১৬ দিন

২৫ বছর ২৬৪ দিন
ব্যাটে-বলে মরসুম সেরা
ওয়ান ডে-তে ১১২২ করে সর্বোচ্চ রান রোহিত শর্মার। ১১১৯ রান করে দ্বিতীয় স্থানে মিসবা-উল-হক।
ওয়ান ডে-তে সর্বোচ্চ, ৪৯ উইকেট রবীন্দ্র জাডেজার। ৪৮ উইকেট-সহ দ্বিতীয় স্থানে সইদ আজমল।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.