|
|
|
|
|
নাছোড় মানসিকতাই এত
বিপজ্জনক করে তুলেছে কোহলিদের সৌরভ গঙ্গোপাধ্যায় |
|
টেস্ট সিরিজে দুরমুশ হওয়ার পর এ বার এক দিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ আবার ভারতের মুখোমুখি। ওদের টেস্ট দলটার তুলনায় এক দিনের দলটা কিন্তু অনেক বেশি শক্তিশালী। আর সম্ভবত এই দলটায় ব্যাটিং এবং বোলিংয়ের ভারসাম্যও অনেক ভাল। এক দিনের স্কোয়াডে ডোয়েন ব্র্যাভো, সুনীল নারিন আর রবি রামপল এসেছে। আমার ভেবে অবাক লাগছে, টেস্ট সিরিজের দলে কেন এই তিন জনকে রাখেননি ওয়েস্ট ইন্ডিয়ান নির্বাচকেরা। ওঁরা সম্ভবত জানেন যে টি-টোয়েন্টি আর পঞ্চাশ ওভারের ম্যাচই ওয়েস্ট ইন্ডিজের আসল শক্তি। কিন্তু টেস্টে বড় দলগুলোর বিরুদ্ধে দাগ কাটতে হলে দলের খোল-নলচে বদলে ফেলা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচক কমিটিকে গভীর চিন্তাভাবনা করতে হবে।
টেস্ট সিরিজটা এখন ইতিহাস। বরং এক দিনের সিরিজে তুলনায় ওয়েস্ট ইন্ডিজ বেশ জোরদার টক্কর দেবে। তবে এই ফর্ম্যাটে ব্র্যাভোর দল যতই শক্তিশালী হোক, দারুণ ফর্মে থাকা ভারতের সঙ্গে এঁটে উঠতে পারবে কি না, সেটাই প্রশ্ন। ঘরের মাঠে ভারতের এই শক্তিশালী ওয়ান ডে দল যে প্রায় খ্যাপা ষাঁড়ের মতোই অপ্রতিরোধ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই প্রমাণ হয়েছে। আমার ধারণা, পাঁচ ফিল্ডারের নতুন নিয়মটার জন্যই অস্ট্রেলিয়া সিরিজের মতো এ বারও বেশির ভাগ ম্যাচে বড় স্কোর দেখব।
ভারতীয় দল আবার পুরোপুরি নতুন একটা জীবনে পা রাখছে। যে জীবনে সচিন তেন্ডুলকর নামের ছায়াটা ওদের পাশে নেই। গত দু’সপ্তাহ সচিন তেন্ডুলকর শো চলেছিল। এ বার সচিনকে ছাড়া ভারতীয় ক্রিকেট কোথায় দাঁড়ায়, সেটা দেখার জন্য আমরা মুখিয়ে আছি। অবশ্য ভারতের ওয়ান ডে দল কিছু দিন হল সচিনকে ছাড়াই খেলছে। আর ভাল পারফর্ম করেছে। বিশেষ করে ভারতীয় ব্যাটিং এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে। ওয়েস্ট ইন্ডিজ বোলিংকে ওরা প্রচণ্ড চাপে ফেলবে। যতই ব্র্যাভো-নারিন-রামপল এসে থাক, দারুণ ফর্মের শিখর-বিরাট-রোহিতদের সঙ্গে এঁটে ওঠা সহজ হবে না। কারণ, এই তরুণ ব্যাটসম্যানরা ভেতর থেকে বিশ্বাস করে যে, ওরা যে কোনও টার্গেট তাড়া করার ক্ষমতা রাখে। আর এই মানসিকতাই ভারতকে অসম্ভব বিপজ্জনক প্রতিপক্ষ করে তুলেছে।
বোলিং বিভাগেও নতুন রক্ত আমদানি হয়েছে। মোহিত শর্মা কেমন বল করে দেখার আগ্রহ রইল। মোহিত এমন একটা লেংথে বল করে, যেটা ওকে বিদেশের মাঠে অন্যতম বোলিং অস্ত্র করে তুলতে পারে। সামনেই দক্ষিণ আফ্রিকা সফর। মোহিতকে নির্বাচকেরা ধৈর্য ধরে, মন দিয়ে দেখে নিতে চাইবেন।
ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ অস্ট্রেলিয়ার থেকে ভাল হবে বলেই আমার বিশ্বাস। ক্যারিবিয়ানদের স্পিন বিভাগ বেইলির দলের তুলনায় অনেক শক্তিশালী। নারিন, পেরমল আর স্যামুয়েলস ভারতীয় পিচে খারাপ করবে না। তবে ওয়েস্ট ইন্ডিজ কেমন লড়ে, সেটা ঠিক করে দেবে ওদের ব্যাটিং। ওদের প্রথম ছয় ব্যাটসম্যান কী ভাবে ইনিংস সাজায়, সেটা খুব গুরুত্বপূর্ণ। ওদের উচিত অস্ট্রেলিয়ার উদাহরণটা সামনে রেখে এগোনো। তবে ওয়ান ডে এমন একটা ফর্ম্যাট, যেটা ব্র্যাভো ভাইরা, জনসন চার্লস, স্যামুয়েলস-এর মতো ব্যাটসম্যানদের দারুণ পছন্দের। আর ক্রিস গেল নামের ঝড় তো আছেই! |
|
|
|
|
|