|
|
|
|
|
কোহলিদের সমস্যায়
ফেলতে পারে নারিন
রবি শাস্ত্রী |
|
সাম্প্রতিক কালে ওয়ান ডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ অপ্রতিরোধ্য হয়ে উঠলেও বৃহস্পতিবার থেকে যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে, তাতে কিন্তু ভারতকেই এগিয়ে রাখছি।
কারণটা খুব সোজা। ভারতীয় ক্রিকেটাররা যেমন ম্যাচ-ফিট, তেমনই দুর্দান্ত ফর্মে। সবচেয়ে বড় কথা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতীয় দলে যেটা সমস্যার জায়গা ছিল, সেই বোলিং বিভাগকে বাড়তি শক্তি জোগাতে এসে গিয়েছে মহম্মদ শামি। ওর মতো শিকারি বোলারের প্রয়োজন ছিল ভারতীয় দলের। তাই বাংলার এই পেসারকে পেয়ে ভারতীয় দলের একটা বড় সমস্যা মিটে গিয়েছে। ক্রিস গেলের সঙ্গে শামির লড়াইটা দেখার মতো হবে।
ওয়ান ডে-তে গেল কিন্তু সম্পূর্ণ আলাদা এক ক্রিকেটার। যদিও ও খুব একটা ভাল ফর্মে নেই, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ওর একটা ভাল ইনিংসের অপেক্ষায় রয়েছে। তেমন একটা ইনিংস পেলেই গেল অন্য রূপ ধারণ করবে। তবে সুনীল নারিন ও ব্র্যাভো এই দলে চলে আসায় অবশ্যই মাঠে গোটা দলটার চেহারা পাল্টে যাবে। এরা দু’জনেই ভারতের পরিবেশ, উইকেট খুব ভাল করে চেনে। গত কয়েক বছর ধরে আইপিএলে ওরাই তো হিরো হয়ে উঠেছে। ভারত সম্পর্কে ওদের দু’জনের অভিজ্ঞতা ক্যারিবিয়ানদের কাজে লাগবে।
ভারতের ব্যাটিং নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। টপ অর্ডারের প্রতিভার প্রমাণ অবশ্যই পাওয়া যাবে এই সিরিজে। নারিন, ব্র্যাভো, জেসন হোল্ডারদের দলে আসায় ঠিক কতটা উপকৃত হবে ওয়েস্ট ইন্ডিজ, তার আসল পরীক্ষা ভারতীয় ব্যাটসম্যানদের সামনেই হবে। ওরা আসায় ক্যারিবিয়ান বোলিংয়ে যে অনেক বৈচিত্র আসবে, এ নিয়ে সন্দেহ নেই। তারাও ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষার মুখে ফেলতে পারে। ধোনিকে অবশ্য বেশি নির্ভর করতে হবে তার দলের পেসারদের উপরই। ধবল কুলকার্নি ও মোহিত শর্মাদের এটাই নিজেদের প্রমাণ করার সুযোগ। তবে সবার আগে চাইব, সিরিজটায় লড়াই হোক। টেস্ট সিরিজের মতো ক্যারিবিয়ানরা যেন আত্মসমর্পণ না করে। |
|
|
|
|
|