|
|
|
|
আইএমের বিরুদ্ধে এ বার সক্রিয় হল নীতীশ সরকার |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
গাঁধী ময়দানে নরেন্দ্র মোদীর সভায় বিস্ফোরণের ঘটনায় ইন্ডিয়ান মুজাহিদিনের বিরুদ্ধে গাঁধী ময়দান থানায় একটি এফআইআর দায়ের করল পটনা পুলিশ। ওই বিস্ফোরণ নিয়ে এটি দ্বিতীয় এফআইআর। ঘটনার পরে ওই থানায় যে এফআইআর করা হয়েছিল তা এনআইএ-এর তত্ত্বাবধানে চলে যায়।
গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী, ভবিষ্যতে বিহারে ইন্ডিয়ান মুজাহিদিন এমন বিস্ফোরণ আরও ঘটাতে পারে বলে খবর আছে। তা নিয়ে রাজ্য সরকারকে সতর্কও করেছে কেন্দ্র। এই মামলা দায়ের হওয়ার ফলে এ বার বিহার পুলিশের সুবিধে হল। ইন্ডিয়ান মুজাহিদিনের নামে বিহারে কোনও অভিযোগ না থাকায় রাজ্য থেকে ধৃত ইন্ডিয়ান মুজাহিদিনের একাধিক সদস্যকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারেনি। এনআইএ সরাসরি তাদের গ্রেফতার করে নিয়ে চলে যায়। এই বিস্ফোরণে ইন্ডিয়ান মুজাহিদিনের যোগসূত্র প্রমাণিত হওয়ায়, দ্বিতীয় এই এফআইআরের ভিত্তিতে জঙ্গি সংগঠনের যে কোনও ধৃতকে এ বার জেরা করতে পারবে রাজ্য পুলিশ। সিনিয়র এসপি মনু মহারাজ বলেন, “ধৃতদের জেরা করে রাজ্যে সংগঠনের গতিবিধি জানতে সুবিধা হবে। ইয়াসিন ভটকলকেও রাজ্যের পুলিশ এবার প্রয়োজনে জেরা করতে পারবে। রাজ্যে এদের কতজন আছে বা ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানার চেষ্টা হবে।”
ইয়াসিন ভটকলকে জেরা না করায় বিজেপির তরফে নীতীশ কুমারকে সেই সময় আক্রমণ করে বলা হয়েছিল, মুসলিম তোষণের কারণেই রাজ্যের পুলিশ ভটকলকে জেরা করেনি। মুখ্যমন্ত্রী সেই সময় এই অভিযোগ খারিজ করে দেন। রাজ্যের এক পুলিশ কর্তার বক্তব্য, আসলে আইনগত সমস্যার কারণেই তাকে জেরা করা বিহার পুলিশের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু গাঁধী ময়দান থানায় আজ ইন্ডিয়ান মুজাহিদিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করায় নীতীশ সরকারের বিরুদ্ধে বিজেপি-র আনা সেই অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হল বলে পুলিশ কর্তারা মনে করছেন।
|
পুরনো খবর:
• মুজাহিদিনকে সন্দেহ, সময়ই প্রশ্ন নীতীশের
• মৃত্যু পটনায় জখম সেই মানববোমার |
|
|
|
|
|