প্রধানমন্ত্রী গড় আয়ু বাড়ার ভরসা দিয়েছিলেন। তাঁর মা তথা দলের সভানেত্রী অনুপ্রবেশ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। এ বার কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধী নির্বাচনী প্রচারে মিজোরামে এসে রোনাল্ডো-মেসির মতো ফুটবলার গড়ার আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করলেন।
রাজ্যের প্রধান বিনোদন ফুটবল। আজ চাম্পাই ও কোলাশিবে দলের হয়ে প্রচারে এসে রাহুল বলেন, “রাজ্যে কৃত্রিম ঘাসের তিনটি স্টেডিয়াম হবে। প্রতিটি জেলায় হবে ফুটবল স্টেডিয়াম। সেখান থেকেই মেসি, রোনাল্ডোর মতো প্রতিভারা উঠে আসবে।” তাঁর প্রচারের লক্ষ্য যে মিজো যুব সম্প্রদায় তা স্পষ্ট করেই রাহুল বলেন, ‘‘রাজ্যে ফের ক্ষমতায় এসে মিজোরামে পরের পাঁচ বছরে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য হবে। সেই সঙ্গে রাজ্যের যুব প্রজন্মের দক্ষতাবৃদ্ধির উপরে সবচেয়ে বেশি জোর দেবে কংগ্রেস।” তিনি রাজ্যে মেডিক্যাল কলেজ গড়ার প্রতিশ্রুতিও দেন। রাজ্যে কংগ্রেসের চালু করা ২৮০০ কোটি টাকার ‘নতুন ভূমি নীতি’ প্রসঙ্গে রাহুল বলেন, “অবৈজ্ঞানিক ঝুম চাষ বরাবরের জন্য বন্ধ করতে ‘নতুন ভূমি নীতি’ বৈপ্লবিক পদক্ষেপ ছিল। বহু সরকার পাহাড়ি রাজ্যগুলিতে ঝুম চাষের বিকল্প চালু করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। কিন্তু মিজোরামে আমরা সফল হয়েছি। রাজ্যের ১ লক্ষ ৩৫ হাজার কৃষক এই নীতির সুফল পেয়েছেন। জীবনযাত্রা বদলে গিয়েছে। বেড়েছে আয়।”
|