|
|
|
|
উত্থান বাঙালি জঙ্গি গোষ্ঠীর
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
রাসমেলার মাঠেই মিলল বোমা। এই নিয়ে গত ১২ ঘণ্টায় অসমে তিনটি আইইডি উদ্ধার হল। পুলিশ জানায়, বড়োভূমিতে নতুন গড়ে ওঠা একটি বাঙালি জঙ্গি সংগঠন এই ঘটনা ঘটিয়েছে।
গত কাল বেলা ১২টা নাগাদ কামাখ্যা স্টেশনে আলিপুরদুয়ার-কামাখ্যা ইন্টারসিটি এক্সপ্রেসের ভিতরে আইইডি পাওয়া গিয়েছিল। রাতে চিরাং জেলার বিজনিতে জামে মসজিদের কাছে দ্বিতীয় বোমাটি মেলে। একটি সাইকেলে সব্জির ব্যাগের ভিতরে বোমাটি রাখা ছিল। স্থানীয় মানুষের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে বোমাটি সরিয়ে নিয়ে যায়। এরপর, কোকরাঝাড়ের এক সরকারি কর্তার বাংলোর পাশেই, রাসমেলার মাঠে তৃতীয় আইইডিটি পাওয়া যায়। রাত দু’টো নাগাদ সেটিকে নিষ্ক্রিয় করা হয়। বোমের সঙ্গেই মিলেছে একটি লেটারহেড। সেখানে, ‘ন্যাশনাল লিবারেশন ফোর্স অফ বেঙ্গল’ নামে এক জঙ্গি সংগঠন বোমা তিনটি রাখার দায় স্বীকার করেছে। সংগঠনের মুখ্য সেনাধ্যক্ষের পরিচয় দিয়ে অভিজিৎ দাস নামে এক ব্যক্তি সংবাদমাধ্যমে ফোনও করে। তার বক্তব্য, বড়োভূমিতে বাঙালিদের উপরে যে তোলাবাজি, অত্যাচার, অপহরণ, হত্যার মতো অপরাধ ঘটে চলেছে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াতেই তারা সশস্ত্র প্রতিবাদের পথ বেছে নিয়েছে। ফোনটি কোকরাঝাড় থেকে করা হয়েছিল। পুলিশ নবগঠিত সংগঠনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। পুলিশের কাছে এই সংগঠনের কোনও খবর ছিল না। কোকরাঝাড়ের এএসপি সুরজিৎ সিংহ পানেসর মনে করেন, প্রচার পেতে সংগঠনটি বোমা রাখে।
এ দিকে, গত কাল রাতে ধুবুরির ফকিরগঞ্জ ব্লকের বিডিও রশিদুল ইসলামকে টিকরিকিল্লা এলাকা থেকে পাঁচ সশস্ত্র জঙ্গি তাঁকে অপহরণ করে। অবশ্য আজ সকালে জঙ্গিরাই তাঁকে ছেড়ে দেয়। |
|
|
|
|
|