টুকরো খবর
গায়েব দেড় কোটি টাকা
খোদ রাজধানী পটনার জেলাশাসকের সই জাল করে ব্যাঙ্ক থেকে দেড় কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। এই ঘটনার তদন্তে ন’জনের একটি কমিটি গড়া হয়েছে। যার মাথায় রয়েছেন পটনার সিনিয়র পুলিশ সুপার মনু মহারাজ। গাঁধী ময়দান থানায় এই নিয়ে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। জেলা শাসকের দফতর থেকে জানা গিয়েছে, গত ৩১ অক্টোবর পটনার জেলাশাসক এন সুবর্ণ কুমারের সই জাল করে অন্ধ্র ব্যাঙ্ক থেকে জেলা যোজনা তহবিলের এই টাকা তোলা হয়েছে। পটনার এগ্জিবিশন রোডের এই শাখায় টাকা তোলার জন্য চেন্নাইয়ের অন্ধ্র ব্যাঙ্কের শাখার একটি চেক জমা দেওয়া হয়। জেলাশাসক জানান, ঘটনা জানার পরই তদন্ত কমিটি গড়া হয়। তদন্ত কমিটির রিপোর্ট দু’দিনের মধ্যে পাওয়া যাবে। তাঁর বক্তব্য, “যারা এই চেক জালিয়াতিতে জড়িত তাদের খোঁজ করার সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। ব্যাঙ্ক কর্মীদের জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”

গয়ায় ধৃত ৩ জঙ্গি
পুলিশ এবং এসটিএফের যৌথ অভিযানে গয়া জেলার চৌথি পাহাড় এলাকা থেকে তিন মাওবাদী জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। পুলিশ জানিয়েছে, পাঁচ হাজার কার্তুজ, ২টি রিভলভার, ২টি পিস্তল, দু’টি একে-৪৭ এবং ৬৫টি গ্রেনেড উদ্ধার হয়েছে ওই এলাকা থেকে। গয়ার এসএসপি নিশান্ত তিওয়ারি বলেন, “ধৃতদের জেরা করে এই অস্ত্রের হদিশ পাওয়া যায়। ধৃতরা কোন কোন মামলায় অভিযুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।”

পেটে ছুরি
কলেজের ভিতরে সহপাঠিনীর গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করল দ্বিতীয় বর্ষের এক ছাত্র। ঘটনাটি ঘটেছে শোণিতপুর জেলার চারিদুয়ারে। পুলিশ জানায়, আজ সেন্ট জেভিয়ার্স জুনিয়র কলেজের মধ্যাহ্নভোজের বিরতির সময় দ্বিতীয় বর্ষের ছাত্র হাইসাং বসুমাতারি তার সহপাঠিনী করিশ্মা দাসের উপরে ছুরি নিয়ে চড়াও হয়। শ্রেণিকক্ষের ভিতরেই ঘটনাটি ঘটে। করিশ্মার গলা ও শরীরে একাধিক জায়গায় ছুরির কোপ বসানোর পর হাইসাং নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করে। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোষ্ঠী সংঘর্ষের ক্ষতিপূরণ নিয়ে সুপ্রিম কোর্ট
মুজফ্ফরনগরে গোষ্ঠী সংঘর্ষে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের জন্য ক্ষতিপূরণ বরাদ্দ করেছিল উত্তরপ্রদেশ সরকার। বৃহস্পতিবার তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি পি সদাশিবমের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ক্ষতিপূরণের জন্য বরাদ্দ ৯০ কোটি টাকা গোষ্ঠী সংঘর্ষের শিকার সব সম্প্রদায়ের মধ্যেই সমান ভাবে ভাগ করে দিতে হবে। এ ছাড়াও কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারকে পাঠানো পৃথক পৃথক নোটিসের মাধ্যমে গোষ্ঠী সংঘর্ষের তদন্তভার রাজ্য পুলিশের হাত থেকে স্বাধীন কোনও সংস্থার হাতে দেওয়ার নির্দেশও দিয়েছে কোর্ট।

উদ্ধার সোনা
কলকাতার পর এ বার কোয়েম্বত্তুর বিমানবন্দর। বৃহস্পতিবার সকালে এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল প্রায় দেড় কেজি সোনা। তাঁকে আটক করেছে শুল্ক দফতরের কর্মীরা। চলছে তদন্ত। জানা গিয়েছে, আটক ব্যক্তি এর্নাকুলামের বাসিন্দা।

মুম্বইয়ে আগুন আগুনের গ্রাসে
আগুনের গ্রাসে... মুম্বইয়ের অম্বেডকরনগর বস্তি। ছবি: পিটিআই।
দু-দু’টি অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল বাণিজ্যনগরী। বৃহস্পতিবার সাত সকালে আগুন লাগে দক্ষিণ মুম্বইয়ের অম্বেডকরনগর বস্তি এলাকায়। আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ষোলোটি ইঞ্জিন ও দশটি জলের ট্যাঙ্ক। সকাল সাড়ে দশটা নাগাদ ফের আগুন লাগে ওয়াডালা আরটিও এলাকার একটি নির্মীয়মাণ বাড়িতে। ঘটনাস্থলে আসে দমকলের আটটি ইঞ্জিন ও ছ’টি জলের ট্যাঙ্ক।

নিশ্চিন্ত মেয়র
নিশ্চিন্ত মনে কলকাতা ফিরছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। দিল্লির এইমসে শারীরিক পরীক্ষা করাতে এসেছিলেন তিনি। কিন্তু দু’তিনদিন পরীক্ষার পরে এইমসের চিকিৎসকরা জানাচ্ছেন, একদম সুস্থই রয়েছেন কলকাতার মেয়র। তাই খুশি মনেই কলকাতার বিমান ধরেছেন তিনি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.