টুকরো খবর
বালুরঘাটে বিতর্ক
রাস্তার পাশে তৃণমূলের একটি গুমটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বালুরঘাটে। শহরের সরকারি বাস ডিপোর উল্টো দিকে বেলতলা পার্কে ওই জায়গায় আগে একটি যাত্রী প্রতীক্ষালয় ছিল। রাস্তা চওড়া করার জন্য ছ’মাস আগে তা ভেঙে ফেলা হয়। তারপর থেকে ওই জায়গাটি ফাঁকাই পড়ে ছিল। মঙ্গলবার সেখানেই একটি অস্থায়ী ঘর তোলা হয়েছে। এ দিন দেখা যায়, সেই ঘরে তৃণমূলের পতাকা ঝুলছে। বাসিন্দাদের একাংশ ওই জায়গায় ‘অবৈধ ভাবে’ ওই কার্যালয় তৈরির প্রতিবাদ জানান। তৃণমূলের শহর সভাপতি অসিত রায় বলেন, “যাত্রী প্রতীক্ষালয়ের জায়গা দখল করে দলীয় অফিস তৈরির বিরুদ্ধে তীব্র আপত্তি জানানো হয়েছে।” তাঁর অভিযোগ, “সিপিএম, আরএসপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন এমন কিছু সমর্থক এ ভাবে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। পুরো ঘটনাটি জেলা সভাপতি বিপ্লব মিত্রকে বলা হয়েছে।” বিপ্লববাবুর বক্তব্য, “শহর এবং ওয়ার্ড কমিটিকে বিষয়টি দেখতে বলেছি।” প্রধান তৃণমূলের চয়নিকা লাহা অবশ্য বলেন, “ঘটনাটি জানা নেই। কী হয়েছে, খোঁজ নেব।” তবে এলাকার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুম্পি দাসের বক্তব্য, “মানুষকে পরিষেবা দিতে অফিসঘর তৈরি করা হচ্ছে। ওয়ার্ডের কাজ দেখা থেকে লোকজনের সঙ্গে কথা বলা-সহ জনসেবামূলক কাজ করা হবে।” মহকুমাশাসক সুদীপ মুখোপাধ্যায় বলেন, “পূর্ত দফতরের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখছি।”

প্রশ্ন ফাঁসের নালিশ, বাতিল টেস্ট পরীক্ষা
মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় এবিটিএ-র প্রশ্ন ফাঁস হয়েছে, এই অভিযোগ তুলে উত্তর দিনাজপুরের পাঁচটি স্কুলে বামলা পরীক্ষা বাতিল হল। মঙ্গলবার জেলার ১৫৪টি হাইস্কুলে এ বছরের মাধ্যমিকের টেস্ট শুরু হয়। ১১২টি স্কুলে বাম শিক্ষক সংগঠন এবিটিএ-র প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা ছিল। প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগে ইসলামপুর গার্লস হাইস্কুল, ইসলামপুরের ক্ষুদিরামপল্লি সুকান্ত স্মৃতি হাইস্কুল, হেমতাবাদের বাঙালবাড়ি হাইস্কুল, কালিয়াগঞ্জ সরলাসুন্দরী হাইস্কুল ও কালিয়াগঞ্জ মনমোহন গার্লস হাইস্কুল কর্তৃপক্ষ এ দিনের বাংলা পরীক্ষা বাতিল করে দেন। কালিয়াগঞ্জ সরলাসুন্দরি হাই স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দেববর্মন ও ক্ষুদিরামপল্লি হাই স্কুলের প্রধান শিক্ষক হিমাংশু সরকার বলেন, “ফাঁস হওয়া বাংলা প্রশ্নপত্রের প্রতিলিপি আমাদের হাতে আগে আসলেও সেটি আসল কি না তা নিয়ে সংশয়ে ছিলাম। এ দিন পরীক্ষা শুরুর মুখে প্যাকেট খুলে আসল প্রশ্নটি দেখে বুঝতে পারি ফাঁস হওয়া প্রশ্নটি আসলের প্রতিলিপি। এবিটিএ কর্তৃপক্ষকে জানিয়ে পরীক্ষা বাতিল করি।” জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) নারায়ণ সরকার বলেন, “প্রশ্ন ফাঁস হওয়ার প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।”

সমাজবাদী পার্টিকে সমর্থন পিডিএসের
রাজ্যে সমাজবাদী পার্টিকে লোকসভা নির্বাচনে সমর্থন করার কথা ঘোষণা করল পিডিএস। মঙ্গলবার কালিয়াগঞ্জ ব্লকে মালগাঁও, মোস্তাফানগরে সমাজবাদী পার্টির জাতীয় কর্মসমিতির কার্যনির্বাহী সদস্য, উত্তরপ্রদেশের পর্যটন দফতরে ভারপ্রাপ্ত মন্ত্রী সুদীপ সেনের দুটি জনসভায় যোগ দিয়ে এ কথা জানান পিডিএসের রাজ্য সম্পাদক সমীর পুততুন্ড। তিনি এ দিন সভায় বলেন, “রাজ্যের প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ ও সুদীপবাবুর নেতৃত্বে সমাজবাদী পার্টিই এ রাজ্যের মানুষের জন্য কাজ করে চলেছে। তাই আগামী লোকসভা নির্বাচনে পিডিএস সমাজবাদী পার্টিকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে।”

গুলিতে জখম
খুনের মামলার অভিযুক্ত এক জনকে প্রকাশ্য দিবালোকে গুলি করে দিয়ে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে হাজিকুল ইসলাম নামে যুবকের পায়ে ও হাতে গুলির আঘাত লেগেছে। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিন জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “যাকে দুস্কৃতীরা গুলি করেছে তাঁর বিরুদ্ধেও খুনের মামলা রয়েছে। তবে এ দিনের ঘটনার অভিযুক্তদের খোঁজা হচ্ছে।”

বিপাকে ব্যবসায়ী
মালদহে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ২৪ টাকা কেজি। নতুন আলু ৩৮ থেকে ৪০ টাকায়। আলু নিয়ে জেলায় সাধারণ মানুষের অসন্তোষে ফাঁপড়ে পড়েছে ব্যবসায়ীরা। জেলা প্রশাসন ১১ টাকা কেজি দরে ব্যবসায়ীদের আলু সরবরাহ করতে না পারায় মঙ্গলবার মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্স জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছে। এদিন মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পাঁচ শতাধিক ব্যবসায়ী মালদহ শহরে মিছিল করে দুপুর ১টা নাগাদ ডিএম দফতরে বিক্ষোভ দেখান। জেলাশাসক গোদালা কিরণ কুমার বলেন, “সমস্যা মেটাতে বুধবার টাস্ক ফোর্সের বৈঠক ডাকা হয়েছে।”

ছাত্রীর দেহ
দশম শ্রেণির ছাত্রী এক কিশোরীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার বিকালে হেমতাবাদ থানার বাঙালবাড়ি মোড় এলাকার রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের ধারের একটি মাঠের ঝোপ থেকে দেহটি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম কামরুণ নেশা (১৫)। তার বাড়ি শাসন ডাঙ্গাপাড়া এলাকায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের সন্দেহ, দুষ্কৃতীরা ওই কিশোরীকে শ্বাসরোধ করে খুন করেছে। তবে ঠিক কী কারণে ওই কিশোরীকে খুন করা হল তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়।

আলু-সহ ধৃত ৭
অসমে যাওয়ার পথে নথি না থাকার অভিযোগে বক্সিরহাট থেকে ৪টি আলুর ট্রাক আটক করা হয়েছে। ওই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.