নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) এলাকায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন চাইবে গোর্খা জনমুক্তি মোর্চা। আজ, বুধবার এবং কাল, বৃহস্পতিবার কলকাতায় পাহাড় নিয়ে যথাক্রমে দ্বিপাক্ষিক এবং ত্রিপাক্ষিক বৈঠকে সেই দাবি পেশ করবেন মোর্চা প্রতিনিধিরা। সোমবার দলের সাধারণ সম্পাদক রোশন গিরির নেতৃত্বে মোর্চার তিন সদস্যের প্রতিনিধি দল কলকাতার উদ্দেশে রওনা হয়েছে। রোশন বলেন, “পাহাড়ের নানা সমস্যা নিয়ে আলোচনা হবে। তবে জিটিএ এলাকায় ত্রিস্তর পঞ্চায়েত ভোট করানোর জন্য রাজ্যকে উদ্যোগী হতে অনুরোধ করা হবে। তা ছাড়া, সংরক্ষিত বনাঞ্চল হস্তান্তর এবং জিটিএ-র পূর্ণ স্বশাসন নিশ্চিত করতে বলা হবে।”
সরকারি সূত্রের খবর, রাজ্য সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রোশন ছাড়াও জিটিএ সদস্য আর ভুজেল, কার্শিয়াঙের বিধায়ক রোহিত শর্মা থাকবেন। তবে কেন্দ্রের উপস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠকে ভুজেল থাকবেন না। জিটিএ সূত্রের খবর, আশির দশকে পাহাড়ে রক্তক্ষয়ী আন্দোলনের পরে সুবাস ঘিসিং-এর নেতৃত্বে গোর্খা পার্বত্য পরিষদ গঠিত হয়। সেই সময় থেকেই পাহাড়ে একস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয়। ডিজিএইচসি গঠিত হওয়ায় দার্জিলিং জেলা পরিষদের বিলোপ ঘটানো হয়। শিলিগুড়িতে পৃথক মহকুমা পরিষদ গঠন করা হয়। কিন্তু সেই ২০০০ সালে শেষবার পাহাড়ের দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং মহকুমায় গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়। তবে ২০০৫-এ পঞ্চায়েত ভোট না হওয়ায় পাহাড়ে পঞ্চায়েত ব্যবস্থা অকেজো হয়ে পড়ে।
পাহাড়ের মোট ১১২টি গ্রাম পঞ্চায়েতের কাজকর্মের দায়িত্ব তুলে দেওয়া হয় বিডিও-দের হাতে। বর্তমানে তাঁরাই পঞ্চায়েতের রোজকার কাজকর্ম দেখভাল করেন। এই মুহূর্তে পাহাড়ে ত্রিস্তর পঞ্চায়েতের ভোট করাতে গেলে ফের পঞ্চায়েত আইন সংশোধন করাতে হবে। সরকারি সূত্রের খবর, আপাতত পাহাড়ে দ্বিস্তর (পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত) স্তরের ভোট করানোর ব্যাপারে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করবে রাজ্য। পরে ত্রিপাক্ষিক বৈঠকে ত্রিস্তর পঞ্চায়েত ভোট করানোর জন্য প্রয়োজনী আইনি প্রক্রিয়া শুরুর জন্য আলোচনা হতে পারে বলে সরকারি সূত্রের খবর।
মোর্চা সূত্রের খবর, জিটিএ আইনে ২৯টি সংশোধন আনা নিয়েও আলোচনা হবে। এ ছাড়া, জিটিএ নির্বাচনে তফসিলি জাতি ও উপজাতির সংরক্ষণ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, জিটিএ-র কাজে কোনও হস্তক্ষেপ না করা, তফসিলি জাতি ছাড়া বাকি গোর্খাদের আদিবাসী হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি নিয়েও আলোচনা হওয়ার কথা। সেই সঙ্গে দার্জিলিংকে নর্থ ইস্ট কাউন্সিলের অন্তর্ভুক্ত করার দাবিও মোর্চা নেতারা বৈঠকে তুলবেন। দু’টি বৈঠকেই সম্প্রতি বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া জিটিএ সদস্য ও মোর্চা নেতা-কর্মীদের মুক্তির দাবিও তোলা হবে। |