চুরিতে ধৃত ৬
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি করার অভিযোগে ৬ ব্যক্তিকে ধরল পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়া থানার চটহাটের কাশিরামজোত এলাকায়। আরও তিনজন পলাতক। খড়িবাড়ি, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এলাকায় বেশ কিছুদিন ধরেই টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগ ছিল। পুলিশ জানিয়েছে, একটি পিক আপ ভ্যানে মোট ৬টি ব্যাটারি খুলে রেখেছিল চোরেরা। বাকিগুলি খোলার চেষ্টা করছিল। সেই সময় পুলিশ তাদের পাকড়াও করে।
|
আজ শেষ প্রচার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি পুরসভার ২ টি ওয়ার্ডে উপনির্বাচনে আজ, বুধবার বেলা ৩টে পর্যন্ত শেষ প্রচার করতে পারবেন প্রার্থী এবং তাঁদের বিভিন্ন রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার এ কথা জানিয়েছেন রিটার্নিং অফিসার তথা শিলিগুড়ির মহকুমাশাসক দীপাপ প্রিয়া। তিনি জানান, ১৬ টি বুথ থাকবে। সমস্ত বুথেই পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকছে। সেনা বা আধা সেনা থাকছে না। নিরাপত্তা জোরদার করতে হবে এমন বুথগুলিতে ১ জন সাব ইন্সপেক্টর এবং এক জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থাকবেন।
|
মমতার নির্দেশ, তদন্ত
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
কৃষি দফতরের সরবরাহ করা বীজ থেকে ধান হয়নি, অভিযোগ দেখতে ধূপগুড়ির গ্রামে ঘুরলেন তৃণমূলের কিসান খেতমজুর সংগঠনের রাজ্য সম্পাদক বাবলু মাহাতো। দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার সকালে তিনি ধূপগুড়ির ঝাড়আলতা ও মাগুরমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন। বাবলুবাবু বলেন, “কৃষি আধিকারিকদের সঙ্গে আলোচনার পরে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট দেব।”
|
আলু বিক্রি রঞ্জনের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নিজের এলাকায় আলু নিয়ে যাতে সমস্যা না হয় সে জন্য ১৩ টাকায় আলু বিক্রি করলেন এলাকার কাউন্সিলর রঞ্জন শীলশর্মা। মঙ্গলবার সকাল ৮ টায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের হাত দিয়ে আলু বিক্রি করা শুরু হয়। এলাকাবাসীর হাতে আলু তুলে দিয়ে গৌতমবাবু বলেন, “শিলিগুড়ির সমস্ত এলাকায় রেশন দোকান থেকে ন্যায্য মূল্যে আলু বিক্রি করা হচ্ছে। কোথাও কোনও ভারসাম্যের অভাব নেই।” এদিন ভোরবেলা থেকে এলাকায় আলুর জন্য লাইন পড়ে যায়। এলাকার তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা অভিষেক দে, সুজিত বসাকরা সোমবার রাত থেকেই আলুর পাহারায় লেগে পড়েন। এদিন সারাদিনই তাঁরা নিজেদের হাতে আলু তুলে দেন। তদারকি করেন রঞ্জন শীল শর্মা। রঞ্জনবাবু বলেন, “হিমঘর থেকে আলু কেনা হয়েছে ১১ টাকায়। আনার খরচ দেড় টাকা। বিক্রি হচ্ছে ১৩ টাকায়। লাভের পয়সায় দরিদ্রসেবা করা হবে।”
|
আলিপুরদুয়ারের ঘটনার কথা মাথা রেখে বোমা খোঁজা এবং তা নিষ্ক্রিয় করা নিয়ে দুইদিন ব্যাপী পুলিশের বিশেষ প্রশিক্ষণ শিবির শেষ হল মঙ্গলবার। সোমবার থেকে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের মাঠে ওই শিবিরে সিআইডি, রেল পুলিশ এবং রাজ্য গোয়েন্দা দফতরের অফিসার, কর্মীরা অংশ নেন। কলকাতার ভবানী ভবনের ‘বম্ব ডিসপোজাল স্কোয়াডে’র অফিসারের শিবিরের দায়িত্বে ছিলেন। বোমার খোঁজে তল্লাশি চালানো ছাড়াও তা উদ্ধার থেকে নিষ্ক্রিয় করা অবধি কী কী সতর্ককতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা হাতেকলমে শেখানো হয়। উল্লেখ্য, সম্প্রতি আলিপুরদুয়ারে একটি সাইকেল বোমা উদ্ধার করার পর তা নিষ্ক্রিয় করতে গিয়ে সিআইডি কর্মী লাল বাহাদুর লোহার মারা যান।
|
মঙ্গলবার ছবিটি তুলেছেন সন্দীপ পাল। |
মঙ্গলবার জলপাইগুড়িতে ডাক টিকিটের প্রদর্শনীর উদ্বোধন করলেন ডাক ও তার বিভাগের উত্তরবঙ্গ এবং সিকিমের অধিকর্তা কে কবিচসা। এ দিন জলপাইগুড়ির চারুচন্দ্র সান্যাল প্রদর্শনী কক্ষে দুইদিন ব্যাপী ওই প্রদর্শনীর আয়োজন করা হয়। মোট ৩০ জন ডাক টিকিট সংগ্রাহক এখানে অংশ নিচ্ছেন। |