টুকরো খবর
মূল্যবৃদ্ধি নিয়ে ফের মমতাকে বিঁধলেন বিমান
কাঁচা সব্জি থেকে বিভিন্ন জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে ক’দিন আগে সন্দেশখালিতে জনসভায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন রেজ্জাক মোল্লা। মঙ্গলবার সেই একই ইসুতে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এ দিন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মহিষমারিতে পুলিশ হেফাজতে মৃত দলীয় কর্মী করিম গাজির স্মরণসভায় গিয়েছিলেন বিমানবাবু। সেখানে দলের তরফে মৃতের স্ত্রীর হাতে ৫০ হাজার টাকা চেক তুলে দেন তিনি। ৫০ হাজার টাকার চেক দেওয়া হয় নিহত দলীয় কর্মী ভরত নস্করের ছেলে তপন নস্করকেও। এ দিন ফের করিম গাজির মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তে দাবি করেন বামফ্রন্ট চেয়ারম্যান। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “নতুন সরকারের আমলে গত আড়াই বছরে ১৫০ জন বামকর্মী খুন হয়েছেন। মা-বোনেদের ইজ্জত ভুলুণ্ঠিত। কিছুই করতে পারছেন না মুখ্যমন্ত্রী।” জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীকে তাঁর কটাক্ষ, “উনি কেবল কলকাতার কয়েকটি বাজারে ঘুরেছেন। গ্রামগঞ্জের মানুষ তা থেকে বঞ্চিত। শুধু আলু-পেঁয়াজ নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে ভাবে বেড়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী কিছু বলছেন না। বাজারে নুন পাওয়া যাচ্ছে না বলে শয়তানেরা গুজব ছড়াচ্ছে। যারা এ সব করছে তাদের উনি কিছু বলছেন না। এ সব সমস্যা নিয়ে বিধানসভায় বলতে গেলে বিরোধীদের কথা শোনা হচ্ছে না।” এ দিন পুলিশের ভূমিকারও তীব্র নিন্দা করে তাদের নিরপেক্ষ ভাবে কাজ করতে বলেন বিমানবাবু। সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন প্রাক্তন সুন্দরবন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়, সিপিএমের জেলা সম্পাদক সুজন চক্রবর্তী, কুলতলির বিধায়ক রামশঙ্কর হালদার প্রমুখ।

ডাকাতির আগেই ধৃত ৬
ডাকাতির আগেই অস্ত্র-সহ ধরা পড়ল ৬ দুষ্কৃতী। সোমবার রাতে বাদুড়িয়ার আড়বালিয়া এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের পাঁচজনের বাড়ি বাংলাদেশে এবং একজনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের চাঁদপুর গ্রামে। ধৃতদের কাছ থেকে ২টি রিভলভার, ২ রাউন্ড গুলি, ভোজালি এবং চপার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি দেগঙ্গা, বাদুড়িয়া এবং স্বরূপনগর-সহ বসিরহাটের কিছু এলাকায় দুষ্কৃতীদের হামলা বেড়েছে। তদন্তে বাদুড়িয়া থানার পুলিশ জানতে পারে, হামলার পিছনে বাংলাদেশি দুষ্কৃতীদের হাত রয়েছে। এরা রাতের অন্ধকারে সীমান্তের সোনাই নদী পেরিয়ে এ পারে এসে লুঠপাট চালিয়ে একই পথে ফিরে যায়। এদিন আড়বালিয়া গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হতে পারে জানতে পেরে বাদুড়িয়া থানার ওসি কল্লোল ঘোষের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশ দেখে কয়েকজন পালালেও ছ’জন ধরা পড়ে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে ভাঙড়ের ওই দুষ্কৃতীই খবর দিত অন্যদের।

আশুতোষের জন্ম সার্ধ শতবর্ষ পালন
স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম সার্ধ শতবর্ষ পালন উপলক্ষে বসিরহাট কলেজে এক অনুষ্ঠানে এসে তাঁর শিক্ষায় আদর্শেই অনুপ্রাণিত হতে বললেন অধ্যাপক তথা তৃণমূল সাংসদ সৌগত রায়। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের ১০টি কলেজকে বেছে নিয়ে রাজ্যব্যাপী স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম সার্ধ শতবর্ষ পালন কর্মসূচী শুরু হয়েছে। সেই কর্মসূচীতেই গত ১৬ নভেম্বর বসিরহাট কলেজে আসেন সৌগতবাবু। অনুষ্ঠানে ছিলেন, উচ্চ শিক্ষা দফতরের অধিকর্তা দীপকরঞ্জন মণ্ডল, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় (বারাসত)-এর উপাচার্য কৌশিক গুপ্ত, বসিরহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্রনাথ তলাপাত্র প্রমুখ।

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার
আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে ঘুটিয়ারি শরিফের পিয়ালির একটি মেলা প্রাঙ্গণ থেকে শঙ্কর মণ্ডল নামে ওই ব্যক্তিকে ধরা হয়। তার কাছ থেকে একটি পাইপগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বাড়ি ওই এলাকাতেই। পুলিশ জানায়, মেলায় শঙ্কর সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল। পুলিশ কাছে যেতেই সে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। আগ্নেয়াস্ত্র নিয়ে সে কেন মেলা প্রাঙ্গণে ঘোরাঘুরি করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বধূর দেহ উদ্ধার, ধৃত স্বামী ও ভাসুর
পারিবারিক অশান্তির জেরে এক মহিলাকে খুনের অভিযোগে তাঁর স্বামী ও ভাসুরকে গ্রেফতার করল পুলিশ। গলায় কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় সোমবার দুপুরে উস্তির কাঁঠালবেড়িয়া গ্রামের বাসিন্দা, তাপসী বন্দ্যোপাধ্যায় (২৬) নামে ওই বধূর ঝুলন্ত দেহ তাঁর ঘর থেকে উদ্ধার করে পুলিশ। বছর আটেক আগে তাঁর বিয়ে হয়। তাঁর জামাইবাবু কার্তিক চক্রবর্তী পুলিশের কাছে অভিযোগে জানান, তাপসীকে পিটিয়ে মেরে দেহ ঝুলিয়ে দেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাপসীর স্বামী জীবন বন্দ্যোপাধ্যায় এবং ভাসুর মলয় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে।

সিপিআই সাংসদের জীবনাবসান
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বসিরহাটের প্রাক্তন সাংসদ তথা সিপিআই নেতা মনোরঞ্জন শূরের। শুক্রবার রাতে কলকাতার একটি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৯৪ বছর। কলকাতায় সরকারি আবাসনে থাকতেন তিনি। ১৯৮৯ সাল থেকে ১৯৯৭ সাল, দু’বার বসিরহাট লোকসভা কেন্দ্রে সাংসদ হিসেবে জয়ী হন তিনি।

সামাজিক মুক্তি কার্ড বিলি টাকিতে
রাজ্য শ্রম দফতরের সহযোগিতায় ও টাকি পুরসভার উদ্যোগে ১১১ জন অসংগঠিত শ্রমিককে সাইকেল কেনার টাকা এবং এক হাজার জনকে সামাজিক মুক্তি কার্ড দেওয়া হল। সোমবার টাকি পুরমঞ্চে বসিরহাটের সাংসদ নুরুল ইসলাম প্রাপকদের হাতে সাইকেল কেনার চেক তুলে দেন। অনুষ্ঠানে ছিলেন পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় প্রমুখ।

যাত্রা প্রতিযোগিতা
ছবি: নির্মাল্য প্রমাণিক।
সম্প্রতি দশ দিন ধরে বনগাঁর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে হয়ে গেল যাত্রা প্রতিযোগিতা। অস্থায়ী মঞ্চে আয়োজিত ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় স্বরূপনগরের হঠাৎগঞ্জ উদয়ন নাট্যসংস্থা। সমিতির সম্পাদক বিশ্বজিৎ বসু বলেন, “কালীপুজো উপলক্ষে প্রতি বছরই যাত্রা শিল্পকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়।” যাত্রা ছাড়াও ছিল ভজন, কবিগান, বাউল গান। ছিল আতসবাজি প্রদর্শনী। রবিবার শেষ দিনের বিচিত্রানুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সন্ধ্যা রায় ও অভিনেতা চিন্ময় রায়।

ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় একাদশ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সাগরের দক্ষিণ হরিণবাড়ি গ্রামের ঘটনা। মৃতের নাম কণিকা দাস (১৭)।

সদ্যোজাতের দেহ উদ্ধার
এক সদ্যোজাতের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে মন্দিরবাজারের লক্ষ্মীকান্তপুর স্টেশনের কাছে ঝোপের মধ্যে দেহটি দেখে বাসিন্দারা পুলিশে খবর দেন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.