টুকরো খবর
রাসের বিসর্জন এ বার আলোয়
নবদ্বীপের পীরতলার খালে রাসের প্রতিমা নিরঞ্জন। ছবি: সুদীপ ভট্টাচার্য।
আশঙ্কা মিথ্যে হলে কার না ভাল লাগে! রাসের শোভাযাত্রা বা আড়ং-এর দিন প্রতিবারের মতো এবারেও শহর অন্ধকারে থাকবে কিনা তা নিয়ে ভয়ে ভয়েই ছিলেন নবদ্বীপের মানুষ। কিন্তু সোমবার কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া দিনভর বিদ্যুৎ ছিল শহরে। স্থানীয় বাসিন্দারা জানান, আড়ং-এর দিন শহরে বিদ্যুৎ না থাকাটাই এতদিন দস্তুর ছিল। সেটা মাথায় রেখে এ দিন সকাল সকাল স্নান সেরে পাম্পে জল তুলে রেখেছিলেন বাসিন্দারা। আগে থেকেই মোবাইল, ইমার্জেন্সি লাইটে চার্জও দিয়ে রাখা হয়েছিল। এ বার দিনভর বিদ্যুৎ থাকায় খুশি তাঁরা। বিদ্যুৎ বণ্টন কোম্পানীর নবদ্বীপ শাখার সহকারি বাস্তুকার সৌম্যদীপ মুখোপাধ্যায় বলেন, “এবার শোভাযাত্রায় গোটা নবদ্বীপেই বিদ্যুৎ ছিল। এ দিন যাতে কোনওরকম বিদ্যুৎ বিভ্রাট না ঘটে সে জন্য আমরা আগে থেকেই বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল। তারই সুফল পেয়েছেন শহরের মানুষ।” নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহার দাবি, “নবদ্বীপে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নতির জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। সেই অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের কাজও শুরু হয়ে গিয়েছে। ফলে বিদ্যুৎ নিয়ে সমস্যা থাকবে না শহরে। তারই সুফল এ বার পেলেন নবদ্বীপের বাসিন্দারা।”

বিএসএনএল পরিষেবা ব্যাহত
গত কয়েকদিন ধরে বিএসএনএলের মোবাইল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন মুর্শিদাবাদের কয়েক হাজার গ্রাহক। ভগবানগোলা থেকে ফরাক্কা পর্যন্ত এই অচলাবস্থা মঙ্গলবার চার দিনে পড়েছে। সবচেয়ে অসুবিধায় পড়েছেন সরকারের প্রশাসনিক কর্তারা ও পঞ্চায়েতগুলি। অনেকেই বাধ্য হয়ে অন্য সংস্থার সিম কিনে কাজ করছেন। অনেক জায়গায় ব্রডব্যাণ্ড পরিষেবা অচল হয়ে পড়ায় ব্যাঙ্কগুলির লেনদেন বন্ধ রয়েছে। বহু জায়গায় এটিএমও লিঙ্কের অভাবে অচল হয়ে রয়েছে। জঙ্গিপুরের মহকুমাশাসক অরবিন্দকুমার মিনা বলেন, “সরকারি সব মোবাইল ফোনই বিএসএনএল-এর। ফলে কাজে অসুবিধা তো হচ্ছেই।” বিএসএনএলের মুর্শিদাবাদ শাখার মোবাইল পরিষেবা বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার সাধন মণ্ডল বলেন, “ভগবানগোলার কাছে রাস্তায় একটি বেসরকারি সংস্থা কেবলের কাজ করছে। সেখানেই খোঁড়াখুঁড়ির সময় বিএসএনএলের কেবলের তার কেটে যাওয়ায় ভগবানগোলা থেকে ফরাক্কা পর্যন্ত পরিষেবার বিভ্রাট ঘটেছে। দ্রুত পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

পথ দুর্ঘটনায় মৃত্যু
ম্যাজিক গাড়িতে চেপে ফরাক্কা যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ থানার তারাপুর হাসপাতালের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত সোবরাতি মহালদার (২৪) স্থানীয় হাতিচিত্রা গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, লরিটি ম্যাজিক গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারলে আহত হন গাড়ির যাত্রী সোবরাতি। তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখালেই মারা যান তিনি। অন্য দিকে, মোটর বাইকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল বাইক চালক শহিদ সেখের (২২)। মঙ্গলবার দুপুরে উমরপুরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, উল্টো দিক থেকে আসা একটি বেসরকারি যাত্রীবোঝাই বাস ধাক্কা মারে বাইকটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকচালকের।

গণপিটুনি, জখম
দিনে দুপুরে চুরি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে হাতেনাতে ধরা পড়ে গণপিটুনি খেল দুই দুষ্কৃতি। খবর পেয়ে চাপড়া থানার পুলিশ গিয়ে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে চাপড়া হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা অবনতি হওয়ায় তাদের শক্তিনগর জেলা হাসঅপাতালে স্থানান্তরিত করা হয়। দু’জনের নাম পরিচয় এখন জানা যায় নি বলে পুলিশ জানিয়েছে। জেলা পুলিশের ডিএসপি(সদর)দিব্যজ্যোতি দাস বলেন, “চুরি করতে গিয়ে দু’জন ধরা পড়লে এলাকার মানুষ তাদের মারধর করে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার চাওড়ার শিবিরের বাসিন্দা অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মী নাজিমুদ্দিন মন্ডল ও তার স্ত্রী গিয়েছিলেন দেশের বাড়ি নাকাশিপাড়ার পাটোয়াভাঙ্গায়। তারা বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা।

হোর্ডিং ছেঁড়া
পুরভোটের আগে রাজনৈতিক প্রচারের হোর্ডিং ছেঁড়া নিয়ে সরগরম বহরমপুর। মঙ্গলবার সেখানে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরির প্রতিকৃতি আঁকা বেশ কয়েকটি হোর্ডিং ছিঁড়ে পড়ে ছিল। কংগ্রেসের অভিযোগ, শাসক দলের সমর্থকেরাই অধীরের ছবি দেওয়া ওই হোর্ডিংগুলি ছিঁড়েছে। তৃণমূল অবশ্য ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুলিশ জানায়, অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.