কলকাতার ‘লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র’-র পক্ষ থেকে সম্মানিত করা হল লালগোলার ভূমিপুত্র তথা গল্পকার নীহারুল ইসলামকে। গত রবিবার কলকাতার ‘থিওসফিক্যাল সোসাইটি’র সভাঘরে ছিল ‘লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র’-র বার্ষিক সমার্বতন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ‘এই সময়ের শ্রেষ্ঠ গল্পকার’ হিসাবে নীহারুলকে সম্মানিত করা হয়।
|
গত শনিবার ও রবিবার দু’ দিন ধরে রানাঘাটের নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল নাট্যোৎসব। আয়োজক নাট্যসংস্থা রানাঘাটের ‘রূপারূপ’। শনিবার মঞ্চস্থ হয় ‘গোবরডাঙা শিল্পায়ন’-এর নাটক ‘আদিম’। নির্দেশক আশিস চট্টোপাধ্যায়। রবিবার মঞ্চস্থ হয় ‘রূপারূপ’ নাট্যগোষ্ঠীর নাটক ‘বাঞ্ছারামের বাগান’। নির্দেশক গোপাল মুখোপাধ্যায়।
|
কবিরুল ইসলাম কঙ্ক সম্পাদিত কাব্যপত্রিকা ‘প্রতিচ্ছবি’ প্রকাশিত হয়েছে গত সোমবার। ওই সংখ্যাটিতে রয়েছে নীলিমা সাহা থেকে শুরু করে নুরজামান শাহ পর্যন্ত মোট পঞ্চাশ জন কবির কবিতা। প্রচ্ছদশিল্পী অনিরুদ্ধ মুখোপাধ্যায়। অলংকরণ করেন প্রীতম দাস। নামাঙ্কন করেন শিবশঙ্কর দাস।
|
নবদ্বীপ ললিত কলা পরিষদের দশম মাসিক সঙ্গীত সম্মেলন হয়ে গেল। গত বৃহস্পতিবার এই অনুষ্ঠানে উপশাস্ত্রীয় ধারার বিভিন্ন ধরণের সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। উপ-শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি ছিল লোকনৃত্যের অনুষ্ঠানও। তিন দশক ধরে নবদ্বীপ ও সংলগ্ন এলাকায় ললিত কলা পরিষদ নবীন শিক্ষাত্রীদের আত্মপ্রকাশের মঞ্চ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। |