টুকরো খবর |
স্থায়ী সমিতি থেকে অপসারিত আনিসুর
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
তৃণমূল পরিচালিত পাঁশকুড়া পুরসভার পূর্ত স্থায়ী সমিতির পদ থেকে সরানো হল আনিসুর রহমানকে। মঙ্গলবার পুরসভার বোর্ড অফ কাউন্সিলের বৈঠকে আনিসুর রহমানকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কাউন্সিলর আমজেদ আলিকে ওই পদের দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়াও পুরসভার অর্থ বিষয়ক স্থায়ী সমিতির সভাপতির পদে সুমনা মহাপাত্রকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে জনস্বাস্থ্য, শিক্ষা স্থায়ী সমিতির সভাপতি নবকুমার ভট্টাচার্যকে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা দফতরের দ্বায়িত্বে থাকা আমজেদ আলির পরিবর্তে কাউন্সিলর শঙ্কর মন্ত্রীকে ওই দফতরের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। এ দিন বৈঠকে আনিসুর রহমান ও সুমনাদেবী কেউই উপস্থিত ছিলেন না। তৃণমূল পরিচালিত পুরসভার এই সিদ্ধান্ত ঘিরে তাই বিতর্ক শুরু হয়েছে পাঁশকুড়া রাজনৈতিক মহলে। পুরসভার চেয়ারম্যান জাকিউর রহমান খানের সঙ্গে দলের কাউন্সিলর তথা পূর্ত স্থায়ী সমিতির আনিসুর রহমানের কোন্দল প্রকাশ্যে এসেছিল আগেই। পুরসভার কাজকর্ম নিয়ে দলের অন্দরে দুই নেতার ঠান্ডা লড়াই চলছিল। ক্ষুদ্ধ আনিসুর বলেন, “আমি পুরসভার নির্বাচনী প্রচারে মেদিনীপুরে রয়েছি। তাই আজকের বোর্ড মিটিংয়ে আমি থাকতে পারব না বলে জানিয়েছিলাম। আমার অনুপস্থিতিতে যে ভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হল তা নিন্দনীয়।” পুরপ্রধান জাকিউর রহমান খান বলেন, “পুরসভার কাজের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিতর্কের ব্যাপার নেই।” পুরসভা সূত্রে জানা গিয়েছে, এ দিন মিটিংয়ে তৃণমূলের ১২ জন কাউন্সিলরের মধ্যে ৯ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিতদের মধ্যে আনিসুর রহমান, সুমনাদেবী ছাড়াও ছিলেন উপ-পুরপ্রধান নন্দ মিশ্র। বৈঠকে পুরপ্রধান, আনিসুর রহমান ও সুমনা মহাপাত্রকে সরানোর প্রস্তাব রাখেন। কোনও বিরোধিতা ছাড়াই প্রস্তাব অনুমোদন হয়ে যায়।
|
বধূর অপমৃত্যু শ্বশুরবাড়ি ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
এক বধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল চন্দ্রকোনা রোডের উড়াশাই গ্রামে। মৃতার নাম সুপ্রিয়া পাত্র (২০)। মঙ্গলবার দুপুরে এই ঘটনার পরই তাঁর শ্বশুরবাড়ি ভাঙচুর করেন মৃতার বাড়ির লোকজন। পুলিশকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ। এমনকী মৃতদেহ আটকে রেখে এখনই শ্বশুরবাড়ির লোকদের গ্রেফতার করার দাবি জানান বাপের বাড়ির সদস্যরা। বিকালে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দেয় ও মৃতদেহটি থানায় নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস দু’য়েক আগে গড়বেতা থানার কাষ্ঠগোড়া গ্রামের সুপ্রিয়ার সঙ্গে পেশায় গাড়ি ব্যবসায়ী উড়াশাই গ্রামের বিশ্বজিৎ পাত্রের বিয়ে হয়েছিল। মৃতার দাদা অরূপ চৌধুরীর অভিযোগ, “বিয়ের কিছু দিন পর থেকেই অতিরিক্ত পণ সহ নানা কারণে অত্যাচার শুরু হয় বোনের উপর। আজ সকাল থেকেই মারধর করছিল ওরা। পরে বোনের মৃত্যু সংবাদ পাই। বোনকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, মৃতার গলায় দাগ রয়েছে। তবে খুন না আত্মহত্যাতা ময়নাতদন্তের পরই নিশ্চিত ভাবে বলা যাবে। মৃতার স্বামী-সহ শ্বশুর-শাশুড়ি পলাতক।
|
কৃতীদের সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
৬০তম সমবায় সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সোম বার কাঁথি-৩ ব্লকের দইসাই সমবায় কৃষি উন্নয়ন সমিতর পক্ষ থেকে এলাকার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল। সমিতির সভাকক্ষে ২০১৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ৫০ জন ছাত্রছাত্রীকে বই ও আর্থিক সাহায্য দেওয়া হয়। অনুষ্ঠানে সমিতির সম্পাদক প্রদীপ গিরি, সভাপতি অশোক পণ্ডা ছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
|
আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বিবেকানন্দের জন্মের সার্ধ-শতবর্ষ উপলক্ষে মঙ্গলবার দুর্গাচকে ‘হলদিয়া প্রেস ক্লাব’ ও ‘লোটাস এডুকেশনাল সোসাইটি’র যৌথ উদ্যোগে স্বামীজীর জীবন ও আদর্শ নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন চণ্ডীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী গণদেবানন্দ। উপস্থিত ছিলেন হলদিয়ার পুরপ্রধান দেবপ্রসাদ মণ্ডল। এ দিন প্রায় দু’শো ছাত্রছাত্রীর হাতে স্বামীজীর জীবন ও বাণী সম্বলিত গ্রন্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় হলদিয়া রামকৃষ্ণ সেবায়তনের প্রতিষ্ঠাতা সভাপতি কমলকৃষ্ণ দত্তকে।
|
মনোহরচকের রাস উৎসব
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
|
নোহরচকের রাস উৎসব। |
বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে কাঁথি মনোহরচক রাসমঞ্চের ৯০তম রাসোৎসবের সূচনা হল। সোমবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন কাঁথির পুরপ্রধান সৌমেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সুখেন্দু মাইতি, কাঁথি থানার আইসি সোমনাথ দত্ত প্রমুখ। রাসোৎসব কমিটির পক্ষে সুপ্রকাশ মাইতি জানান, ৫ দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যাত্রানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। |
|