|
|
|
|
পরের গেমে লড়াইটা আকর্ষণীয় করার চেষ্টা করব: আনন্দ
সংবাদ সংস্থা • চেন্নাই |
সপ্তম ও অষ্টম গেম ড্র হওয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঘুরে দাঁড়ানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে বিশ্বনাথন আনন্দের। এমনটাই মনে করছেন অনেক দাবা বিশেষজ্ঞ। মঙ্গলবার গেম শেষ হওয়ার পর পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন যদিও পরের গেমে টুর্নামেন্টে ফিরে আসার চেষ্টা করবেন সেই ইঙ্গিতটা দিয়ে রাখলেন। গেমের পর সাংবাদিক বৈঠকে আনন্দ বলেন, “ম্যাচের যা পরিস্থিতি তাতে আমাদের লড়াইটা আরও আকর্ষণীয় করে তুলতে হবে আমাকেই। এটাই বোঝাচ্ছে। চেষ্টা করব সেটা পরের গেমে করার।”
ইতিমধ্যেই দু’পয়েন্টে এগিয়ে থাকায় অষ্টম গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলা কার্লসেন ব্যবধান আরও বাড়াতে জোর দেবেন সেটাই প্রত্যাশিত ছিল। প্রথম চালে সেই ইঙ্গিতও দেন কার্লসেন। তাতে আশ্চর্য হয়েছিলেন কিনা প্রশ্ন করলে আনন্দ বলেন, “সাধারণত কোনও ম্যাচে বিস্মিত হওয়া উচিত নয়।” এ দিন গেম মাত্র ৭৫ মিনিটেই ড্র হয়ে যায়। বুধবার বিশ্রাম। নবম রাউন্ড বৃহস্পতিবার। আনন্দ বলেন, “আমার ওপেনিংয়ের প্রস্তুতি নিয়ে খুশি। বিশ্রাম পাওয়ার আগের সন্ধ্যাটা ফাঁকা পাওয়াটা বোনাস। তাতে পরে গেমের জন্য প্রস্তুত হতে পারব।” আনন্দের নরওয়ের চ্যালেঞ্জারও ড্র হওয়ায় অখুশি নয়। কার্লসেন বলেন, “আমার আজকের খেলায় ড্র করার ব্যাপারটা স্পষ্ট ছিল। চেষ্টা করেছিলাম দু’টো ফাঁদ পাতার। কিন্তু ম্যাচ খেলার সময় পরিস্থিতি এক রকম থাকে না। এখনও অনেক দূর যেতে হবে। তবে এখন আমার যা পরিস্থিতি তাতে খুশি।” তাঁর কোনও আদর্শ আছেন কি না প্রশ্ন করায় কার্লসেন বলেন, “যখন ছোট ছিলাম, দাবায় আমার কেউ আদর্শ ছিলেন না। তখনও আক্রমণাত্মক দাবাই খেলতাম। সর্বোচ্চ পর্যায়ে সাত বছর খেলছি। এই পর্যায়ে প্রথম প্রথম মানিয়ে নিতে সময় লেগেছে। তার পর পরিস্থিতি অনুযায়ী নিজের খেলাটা উন্নত করেছি।” |
|
|
|
|
|