সচিন উৎসব

অভিনন্দন পশ্চিমবঙ্গ বিধানসভার
অতুল কীর্তির জন্য সচিন তেন্ডুলকরকে অভিনন্দন জানাল পশ্চিমবঙ্গ বিধানসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছানুযায়ী সর্বসম্মত ভাবে মঙ্গলবার বিধানসভায় অভিনন্দনের প্রস্তাব পাশ হয়েছে। সরকার ও বিরোধী পক্ষ মিলে সচিনকে অভিনন্দন জানানো হয়েছে, প্রথম ক্রিকেটার হিসাবে ২০০ টেস্ট খেলার কৃতিত্ব অর্জনের জন্য। রাজ্য রাজনীতিতে সরকার ও বিরোধীর এই ধরনের সহমতের নজির খুব বেশি নেই! এ বারের উত্তপ্ত বিধানসভা অধিবেশনে দু’পক্ষকে মিলিয়ে দিয়েছেন সচিনই! বিধানসভায় পাশ-হওয়া প্রস্তাব পত্রাকারে সচিনের মুম্বইয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বলে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। সচিন কলকাতায় ১৯৯তম টেস্ট খেলে ওঠার পরেই ইডেনে রাজ্য সরকারের তরফে তাঁকে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী। তবে বিধানসভার সব দলের তরফেও সচিনকে অভিনন্দিত করার জন্য ইচ্ছাপ্রকাশ করেছিলেন মমতা। সেইমতোই এ দিন সভায় প্রস্তাব পেশ করেন পার্থবাবু। সচিনকে সংবর্ধনা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র। শোভনদেব চট্টোপাধ্যায় তখন জানান, এই মর্মে প্রস্তাব পেশ করা হবে।

মন্দির ও মামলা
ক্রিকেটের ঈশ্বর হিসেবে এমনিই তিনি বিশ্বখ্যাত। এ বার সচিন তেন্ডুলকরের সম্মানে মন্দিরও তৈরি হয়ে গেল বিহারের একটি গ্রামে। যে মন্দিরে বসানো হয়েছে সচিনের সাড়ে পাঁচ ফুটের শ্বেতপাথরের মূর্তি। কৈমুর জেলায় ভোজপুরি অভিনেতা মনোজ তিওয়ারির গ্রাম আটরওয়ালিয়ায় এ দিন বেদের মন্ত্র জপের মধ্যে প্রতিষ্ঠিত হল সচিনের মূর্তি। “ক্রিকেটবিশ্বে ঈশ্বরের অবতার সচিন,” অনুষ্ঠানের পরে বলেন মনোজ।
বিহারেই আবার সচিনকে ভারতরত্ন দেওয়া নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হল। মুজাফ্ফরপুর স্থানীয় আদালতে দায়ের করা মামলায় দেশবাসীর মনে আঘাত দেওয়ার অভিযোগ তোলা হয়েছে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বিরুদ্ধে। মামলায় অভিযুক্তের তালিকায় রয়েছে সচিনের নামও। তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন স্থানীয় এক জন আইনজীবী সুধীর কুমার ওঝা।

পুজো চলবেই
গ্যালারি থেকে অক্লান্ত ভাবে যে সমর্থক সচিনের জন্য গলা ফাটিয়ে গিয়েছেন, প্রিয় নায়কের অবসরের পর সেই সুধীর চৌধুরি মোটেও মাঠে যাওয়া ছাড়বেন না। “আমার জীবন আমি সচিন স্যরকে উৎসর্গ করেছি। কিন্তু দেশের মাঠে ভারতের প্রতিটা ম্যাচেই আমি গায়ে তেরঙা এঁকে মাঠে যাব,” বলেছেন সুধীর। কোচিতে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ান ডে-তেও মাঠে হাজির থাকতে চলেছেন ৩২ বছরের সচিন-ভক্ত।

ব্লেকের শ্রদ্ধার্ঘ্য
ক্রিকেট-কিংবদন্তির অবসরের পর তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন গোটা বিশ্বের তারকারা। সেই তালিকায় নাম লেখালেন ইয়োহান ব্লেক-ও। “সচিন যে উত্তরাধিকার রেখে গেল, সেটা সবার অনুসরণ করা উচিত। উনি খুব বিনয়ী মানুষ, যিনি গোটা বিশ্বের হৃদয় ছুঁয়ে গিয়েছেন,” জামাইকান অ্যাথলিট বলেছেন। সঙ্গে তাঁর সংযোজন, “মনে আছে যে দিন প্রথম সচিনের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম, সে দিন বলেছিলাম যে আমি অন্তত এক বার আপনাকে বল করতে চাই। সচিন আমার ছোটবেলার অন্যতম হিরো।” লন্ডন অলিম্পিকে দুটো রূপো জেতা ব্লেক সচিনের ব্যাটিং দেখার সুযোগ হাতছাড়া করেন না। সচিনের ব্যাটিংয়ের প্রচুর ডিভিডি-ও রয়েছে তাঁর সংগ্রহে।

ক্যারিবিয়ান কিং
ওয়েস্ট ইন্ডিজে সুনীল গাওস্কর এতটাই জনপ্রিয় যে, সেখানে তাঁর নামে একটি ক্যালিপ্সো গান আছে। রিচি রিচার্ডসন জানাচ্ছেন, তাঁর দেশে এখন সচিনও কম জনপ্রিয় নন। প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক এবং বর্তমান টিম ম্যানেজার বলছেন, “সচিন ক্যারিবিয়ান কিং। আমাদের দেশের মানুষ ক্রিকেট খুব ভালবাসে। তাই সচিন ওখানে হিরো।” সঙ্গে তাঁর সংযোজন, “সচিনকে প্রথম দেখেই বুঝেছিলাম ও খুব বড় ক্রিকেটার হতে চলেছে। যেটা সবচেয়ে ভাল লাগে তা হল, এত কিছু পাওয়ার পরেও সচিন এত বিনয়ী।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.