জলবিভাজিকা প্রকল্পের কাজ শুরু কেশিয়াড়িতে
কেন্দ্রীয় জল-বিভাজিকা প্রকল্পে জলাধার তৈরি এবং তার মাধ্যমে পশুপালন ও খরিফ শস্য চাষ নিয়ে এক আলোচনাসভা হল মঙ্গলবার। কেশিয়াড়ি রবীন্দ্রভবনে অনুষ্ঠানের সূচনা করেন প্রকল্পের চেয়ারম্যান বিডিও অসীমকুমার নিয়োগী। উপস্থিত ছিলেন কৃষি দফতরের সহ-অধিকর্তা (মৃত্তিকা সমীক্ষা) দশরথ হেমব্রম, পঞ্চায়েত সমিতির সভাপতি সোমা দণ্ডপাট প্রমুখ। ব্লকের লালুয়া, কেশিয়াড়ি ও গগনেশ্বর গ্রাম পঞ্চায়েতের ৫২টি মৌজায় জল বিভাজিকা প্রকল্প চালু হচ্ছে। এ দিন প্রকল্প পরিচালনার জন্য কমিটিও গড়া হয়। পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম এই প্রকল্পে ‘এক্সিকিউটিভ কমিটি’ গঠন করা হল।
লালুয়া, কেশিয়াড়ি ও গগনেশ্বর এই তিনটি গ্রাম পঞ্চায়েত শুষ্ক এলাকা। এখানে ক্ষুদ্র জল প্রকল্প গড়ে অথবা মজে যাওয়া জলাধার সংস্কার করে মৎস্য চাষ, পশুপালন ও খরিফ শস্য চাষে ব্যবহার করা হবে। একটি জলাধারে মৎস্যচাষ করে পার্শ্ববর্তী এলাকায় গম, তৈলবীজের মতো খরিফ শস্য, সব্জি চাষ করা হবে। এ জন্য প্রায় ৫৩৫২ হেক্টর জমি নির্ধারিত হয়েছে। প্রকল্পের কাজ করবে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের নিয়ে তৈরি ৭১টি স্ব-সহায়ক দল। এই দলের সদস্যদের অধিকাংশই চাষি।
কেন্দ্রীয় সরকারের ‘ইন্ট্রিগ্রেটেড ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রজেক্ট’ (আইডব্লিউএমপি)-এর সহায়তায় ও রাজ্য সরকারের উদ্যোগে এই প্রকল্প রূপায়িত হবে। ব্লক প্রশাসনের মাধ্যমে টাকা পাবে স্ব-সহায়ক দলগুলি। স্ব-সহায়ক দলগুলিকে ১০ থেকে ২০ শতাংশ টাকা ব্যাঙ্কে জমা করতে হবে। ইতিমধ্যে প্রকল্পের জন্য ৫ কোটি ৭০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এ দিন আলোচনাসভায় বিডিও অসীমবাবু বলেন, “৩টি গ্রাম পঞ্চায়েতের শুকনো এলাকায় কৃষি উৎপাদনের লক্ষ্যেই এই উদ্যোগ। প্রকল্পের কাজ শেষ হলে চাষিরা উপকৃত হবেন।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.