|
|
|
|
স্লোগান-পোস্টারে সরগরম সদর শহর |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ভোটের আগেই এ-ও এক লড়াই। ভোটারদের মন জেতার লড়াই। পোস্টার-ফেস্টুন-ব্যানারে জোরকদমে সেই লড়াই চলছে মেদিনীপুরে।
প্রত্যেক প্রার্থীই পোস্টার-ফেস্টুন-ব্যানার সাঁটাচ্ছেন। ক্ষ্য চমকপ্রদ কথায় ভোটারদের কাছে টানা। ৫ নম্বর ওয়ার্ড এলাকা যেমন ছেয়ে গিয়েছে তৃণমূল প্রার্থী মৌ রায়ে পোস্টারে। তাতে লেখা ‘এ বার মৌ রায়’, ‘আপনার রায়, মৌ রায়’। এই ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সুদেষ্ণা নন্দীর সমর্থনে আবার লেখা হয়েছে, ‘কীসের এ বার? কীসের ও বার? প্রার্থনা করি সমর্থন সবার’। ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মৃণাল চৌধুরীর বিরুদ্ধে রয়েছেন কংগ্রেসের কৌস্তভ বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস প্রার্থীর ফেস্টুনে লেখা, ‘এ বার কৌস্তভ’। তৃণমূল প্রার্থীর ফেস্টুনে যেন তারই জবাব, ‘এ বারও মৃণালদা’। শহরের প্রায় সব ওয়ার্ডই এই ধরনের স্লোগান-পোস্টারে ছয়লাপ। |
|
|
পোস্টারে জমেছে প্রচার।— নিজস্ব চিত্র। |
|
ছোট হোক বড়, লোকসভা হোক বা পঞ্চায়েত কিংবা বিধানসভা নির্বাচন এ রাজ্যে বারবারই ঝড় তুলেছে স্লোগান-পোস্টার। ২০১১ সালের বিধানসভা ভোটের আগে বাংলা জুড়ে রব উঠেছিল, ‘বদলা নয়, বদল চাই’। উঠে এসেছিল নন্দীগ্রাম প্রসঙ্গ, ‘মায়ের চোখের জলের দাম, বুঝিয়ে দিল নন্দীগ্রাম’। পিছিয়ে ছিল না সিপিএমও। তখন দলের স্লোগান ছিল, ‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ।’ ভোট-প্রচারে স্লোগান যে খুব গুরুত্বপূর্ণ, তা মানছে সব দলই। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা চেয়ারম্যান তথা বিধায়ক মৃগেন মাইতির কথায়, “ভাল স্লোগান মানুষকে আলোড়িত করে। সকলের মনকে নাড়া দেয়।” সিপিআইয়ের জেলা সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক সন্তোষ রাণা বলছেন, “ভোট-প্রচারে স্লোগান বরাবরই গুরুত্বপূর্ণ। ভাল স্লোগান মানুষের মুখে মুখে ঘোরে। মনের গভীরে পৌঁছয়।”
আগামী শুক্রবার মেদিনীপুরে পুর-নির্বাচন। আজ, বুধবার প্রচারের শেষ দিন। তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার চালাচ্ছেন ‘হেভিওয়েট’ নেতা-মন্ত্রীরা। কংগ্রেসের শীর্ষ নেতারা এসেছেন। বাম-শিবির জোর দিয়েছে বাড়ি বাড়ি প্রচারে। দুই শিবিরের কিছু স্লোগান ইতিমধ্যে জনপ্রিয়ও হয়েছে। বাম-শিবিরের অন্যতম স্লোগান, ‘পুরবোর্ডে পরিবর্তন আনুন/উন্নয়নমুখী শহর গড়ুন।’ কোথাও বামপ্রার্থীর পোস্টারে লেখা হয়েছে, ‘লুটে খাওয়াদের নয়, চাই খেটে খাওয়াদের পুরবোর্ড’। তৃণমূল-শিবিরের পোস্টার-ফেস্টুনে লেখা হয়েছে, ‘নতুন সকাল আনতে দিন, পরিবর্তনের ডাক দিন’। এ বারও রয়েছে নন্দীগ্রাম প্রসঙ্গ। পোস্টারে লেখা ‘রক্ত লিখছে একটি নাম, নন্দীগ্রাম-নন্দীগ্রাম’। সব মিলিয়ে, স্লোগান-পাল্টা স্লোগানে শহর এখন সরগরম। |
|
|
|
|
|