বধূকে খুনের অভিযোগে গ্রেফতার ৩ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এক গৃহবধূকে খুনের অভিযোগে তাঁর স্বামী-সহ চার জনকে গ্রেফতার করল পুলিশ।
সোমবার রাতে বালির পূর্ব আনন্দনগরের বাসিন্দা সুচিত্রা পাল নামে (২০) ওই বধূকে নিজের ঘরেই গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের লোকেরা। তাঁরাই ওই বধূকে নীচে নামিয়ে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে। সুচিত্রার বাবা, চাকদহের বাসিন্দা সুশীল রায় থানায় দায়ের করা অভিযোগে জানান, টাকার জন্য তাঁর মেয়েকে শ্বশুরবাড়িতে খুন করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার পুলিশ বধূর স্বামী লক্ষ্মীকান্ত, ভাসুর আনন্দ পাল, তাঁর স্ত্রী সরস্বতী এবং আর এক আত্মীয়কে ধরে।
পুলিশ জানায়, বছর তিনেক আগে লক্ষ্মীকান্তের সঙ্গে সুচিত্রার বিয়ে হয়। লক্ষ্মীকান্ত বড়বাজারের একটি কাপড়ের দোকানে কর্মী। তাঁদের দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার জন্য সুচিত্রাকে মারধর করতেন লক্ষ্মীকান্ত। কয়েক মাস আগেই এ কথা পুলিশ ও পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলেন সুচিত্রা। পরিবারের অন্যেরাও নির্যাতন চালাতেন বলে অভিযোগ ।
এ দিন সকালে হাসপাতালে এসে ওই বধূর আত্মীয় রতন পাল বলেন, “আমাদের মেয়ে আত্মহত্যা করেনি। ওঁকে মেরে ফেলা হয়েছে। পুলিশকে না জানিয়ে কেন দেহ নীচে নামানো হল বুঝতে পারছি না। চিকিৎসকেরাও বলছেন হাসপাতালে মৃত অবস্থাতেই নিয়ে এসেছিল।” পুলিশ জানায়, তদন্তে লক্ষ্মীকান্তের প্রতিবেশীরাও অত্যাচারের কথা জানিয়েছেন। খুনের মামলা করে তদন্ত শুরু হয়েছে। |