টুকরো খবর
কথা শোনা হচ্ছে না বিরোধীদের, বিমান
কাঁচা সব্জি থেকে বিভিন্ন জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে ক’দিন আগে সন্দেশখালিতে জনসভায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন রেজ্জাক মোল্লা। মঙ্গলবার একই বিষয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এ দিন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মহিষমারিতে পুলিশ হেফাজতে মৃত দলীয় কর্মী করিম গাজির স্মরণসভায় গিয়েছিলেন বিমানবাবু। সেখানে দলের তরফে মৃতের স্ত্রীর হাতে ৫০ হাজার টাকা চেক তুলে দেন তিনি। ৫০ হাজার টাকার চেক দেওয়া হয় নিহত দলীয় কর্মী ভরত নস্করের ছেলে তপন নস্করকেও। এ দিন ফের করিম গাজির মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তে দাবি করেন বামফ্রন্ট চেয়ারম্যান। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “নতুন সরকারের আমলে গত আড়াই বছরে ১৫০ জন বামকর্মী খুন হয়েছেন। মা-বোনেদের ইজ্জত ভুলুণ্ঠিত। কিছুই করতে পারছেন না মুখ্যমন্ত্রী।” জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীকে তাঁর কটাক্ষ, “উনি কেবল কলকাতার কয়েকটি বাজারে ঘুরেছেন। গ্রামগঞ্জের মানুষ তা থেকে বঞ্চিত। শুধু আলু-পেঁয়াজ নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে ভাবে বেড়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী কিছু বলছেন না। বাজারে নুন পাওয়া যাচ্ছে না বলে শয়তানেরা গুজব ছড়াচ্ছে। যারা এ সব করছে তাদের উনি কিছু বলছেন না। এ সব নিয়ে বিধানসভায় বলতে গেলে বিরোধীদের কথা শোনা হচ্ছে না।” এ দিন পুলিশের ভূমিকারও তীব্র নিন্দা করে তাদের নিরপেক্ষ ভাবে কাজ করতে বলেন বিমানবাবু। সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন প্রাক্তন সুন্দরবন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়, সিপিএমের জেলা সম্পাদক সুজন চক্রবর্তী, কুলতলির বিধায়ক রামশঙ্কর হালদার প্রমুখ।

পথ দুর্ঘটনায় মৃত ২
ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হল গাড়ির চালক-সহ এক আরোহীর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির মগরার নাকসা মোড়ে জিটি রোডে। পুলিশ জানায়, মৃতদের নাম সোম সরকার (২২) এবং সঞ্জয় শীল (২১)। দু’জনেরই বাড়ি চন্দননগরের হরিদ্রাডাঙার মদনমোহন কলোনিতে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাত ২টো নাগাদ পাণ্ডুয়ার সিমলাগড় থেকে চন্দননগরে ফিরছিলেন দু’জন।

গাড়ি চালাচ্ছিলেন সঞ্জয়বাবু
নাকসা মোড়ে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। স্থানীয় বাসিন্দারা ট্রাকের চালক-সহ আহত ৩ জনকে মগরা হাসপাতালে নিয়ে যান। সেখানেই সঞ্জয়বাবুর মৃত্যু হয়। বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া হাসপাতালে নিয়ে এলে সেখানে মারা যান সোমবাবু। ট্রাকটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক।

ব্যান্ডেলে সংস্কার
আধুনিকীকরণের কাজের জন্য ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ নম্বর ইউনিটটি বসিয়ে দেওয়া হয়েছে। এই খাতে বিশ্ব ব্যাঙ্ক প্রায় ৪৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে। ২১০ মেগাওয়াটের ওই ইউনিট সংস্কার করবে দক্ষিণ কোরিয়ার সংস্থা দুসান। আগামী বছর কাজ শুরু হবে কোলাঘাটেও। বিদ্যুৎ উন্নয়ন নিগমের এক কর্তা জানান, রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির যে-সব ইউনিটের বয়স হয়েছে বা অতি ব্যবহারে দুর্বল হয়ে পড়েছে, সেগুলির আধুনিকীকরণ হবে। বিশ্ব ব্যাঙ্ক, জার্মান ব্যাঙ্কের মতো সংস্থা এই কাজের জন্য ঋণ দিচ্ছে।

সদ্যোজাতের দেহ উদ্ধার
সদ্যোজাতের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার মন্দিরবাজারের লক্ষ্মীকান্তপুর স্টেশনের কাছে। একটি ঝোপের মধ্যে দেহটি দেখতে পেয়ে স্থানীয়েরা পুলিশে খবর দেন। পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠায়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.