|
|
|
|
শৌচালয় না থাকলে পুর, পঞ্চায়েতের দরজা বন্ধ |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
প্রতিটি ঘরে শৌচালয় তৈরি নিশ্চিত করতে নীতীশ সরকার পঞ্চায়েত এবং পুরসভায় প্রার্থী হওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করতে চাইছে। বাড়িতে শৌচালয় না থাকলে ভোটে দাঁড়ানোর অধিকার থাকবে না, এই মর্মে পঞ্চায়েত এবং পুরসভা আইনে সংশোধন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে এখন ২ কোটি ১৯ লক্ষ শৌচালয়-বিহীন বাড়ি আছে। জনগণনা অনুযায়ী কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য ১ কোটি ১১ লক্ষ শৌচালয় নির্মাণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। রাজ্য সরকার ইতিমধ্যেই কেন্দ্রের কাছে লক্ষ্যমাত্রা বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে। আজ পটনায় বিশ্ব শৌচালয় দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়ে দিলেন, “২০১৫ সালের মধ্যে রাজ্যের অর্ধেক বাড়িতে শৌচালয় তৈরির লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। ২০২০ সালের মধ্যে শৌচালয় তৈরিতে ১০০ শতাংশ লক্ষ্য মাত্রা পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এই ব্যবস্থাকে সুনিশ্চিত করতেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, “যাঁদের ঘরে শৌচালয় থাকবে না সেই পরিবারের কেউ পঞ্চায়েত এবং পুর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এর জন্য বিধানসভায় আইন সংশোধন করা হবে।”
বাড়ি বাড়ি শৌচালয় তৈরিতে উৎসাহ দিতে মুখ্যমন্ত্রী দু’টি ক্ষেত্রে পুরস্কার দেওয়ার কথাও আজ ঘোষণা করেন। তিনি জানান, “যে পঞ্চায়েত এলাকার প্রতিটি বাড়িতে শৌচালয় তৈরি হবে, সেই পঞ্চায়েতকে ‘নির্মল গ্রাম পঞ্চায়েত’ পুরস্কারের পাশাপাশি রাজ্য সরকার পাঁচ লক্ষ টাকা আলাদা বরাদ্দ করবে। ব্লক হিসেবে যে এই কাজ করলে তাদের ‘নির্মল ব্লক’ পুরস্কারের সঙ্গে মিলবে বাড়তি ২৫ লক্ষ টাকা।” একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, ইন্দিরা আবাসের সঙ্গে নির্মল গ্রাম যোজনার মাধ্যমে বাড়িতে শৌচালয় তৈরি আবশ্যিক করা হবে। শৌচালয় বাড়িতে না তৈরি করলে ইন্দিরা আবাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না। |
|
|
|
|
|