সপার্ষদ কলকাতায় আসছেন অন্ধ্রপ্রদেশের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির পুত্র, সাংসদ জগন্মোহন রেড্ডি। কলকাতায় এসে আজ, বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা ওয়াইএসআর কংগ্রেসের এই নেতার। তাঁর সঙ্গে থাকবেন তাঁর দলের কয়েক জন বিধায়কও। লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন দলই যখন সঙ্গী-সন্ধান করতে ব্যস্ত, সেই সময়ে মমতা-জগন্মোহনের এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক শিবির।
পৃথক তেলঙ্গানা রাজ্য গড়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে কংগ্রেসের সঙ্গে অন্ধ্রে জগনদের দলের বিরোধ এখন তুঙ্গে। জগনেরা যেমন অন্ধ্র বিভাজনের বিরুদ্ধে আন্দোলন করছেন, তেমনই মমতাও গোর্খাল্যান্ড-প্রশ্নে পশ্চিমবঙ্গের অখণ্ডতার পক্ষে কড়া অবস্থান নিয়েছেন।
তেলঙ্গানার সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই জগনের মা বিজয়াম্মার টেলিফোনে কথা বলে সহমর্মিতা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জগনের সঙ্গেও তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। সিবিআইয়ের হাতে অভিযুক্ত হয়ে জেলে যেতে হয়েছিল জগনকে। জেল থেকে মুক্তি পাওয়ার পরেই তাঁর রাজ্যে যে সমাবেশ হয়েছিল, সেখানে তৃণমূল নেত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওয়াইএসআর-পুত্র। ব্যস্ততার জন্য মমতা অবশ্য যেতে পারেননি।
তবে তাতে যোগাযোগে একটুও ছেদ পড়েনি। কংগ্রেস এবং বিজেপি-র বাইরে আঞ্চলিক শক্তিগুলিকে একজোট করার কথা বলেছিলেন তৃণমূল নেত্রী। জগন কলকাতায় এসে মমতার সঙ্গে দেখা করলে সেই প্রয়াসে আরও গতিসঞ্চার হবে বলেই তৃণমূল নেতৃত্বের আশা।
তৃণমূল কংগ্রেস সূত্রের ব্যাখ্যা, পৃথক রাজ্য তৈরি বা সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার এই রকম নানা প্রশ্নেই জগনের সঙ্গে এক বিন্দুতে অবস্থান করছেন মমতা। বিষয়ভিত্তিক এই সহমতকেই লোকসভা ভোটের আগে আরও নির্দিষ্ট চেহারা দেওয়ার ব্যাপারে আজ দু’জনের কথা হতে পারে বলে তৃণমূল সূত্রের ইঙ্গিত। |