চালু হল ভারতীয় মহিলা ব্যাঙ্ক। মঙ্গলবার মুম্বই থেকে পুরোদস্তুর এই রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাঙ্কের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। প্রথম পর্যায়ে একই সঙ্গে চালু হয়েছে কলকাতা-সহ মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, গুয়াহাটি, লখনউ, আমদাবাদে মোট ৭টি শাখা। ব্যাঙ্কের মূলধন ১ হাজার কোটি টাকা।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম এই উপলক্ষে জানান, চলতি অর্থবর্ষের মধ্যে সারা দেশে এর ২৫টি শাখা খোলা হবে। ব্যাঙ্কের নয়া পরিচালন পর্ষদে মোট ৮ জন ডিরেক্টরই মহিলা। সিএমডি হয়েছেন উষা অনন্তসুব্রহ্মণ্যন। প্রসঙ্গত, এ দিনই ছিল ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ৯৬ তম জন্মবার্ষিকী।
ব্যাঙ্কের উদ্বোধন করে মনমোহন বলেন, “মহিলাদের স্বনির্ভর করে তুলতে এ ধরনের ব্যাঙ্ক স্থাপন গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী বলেছেন, “মহিলা উদ্যোগ-পতিদের ঋণ দেওয়ার উপর এই ব্যাঙ্ক জোর দেবে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকেও ঋণ দিয়ে সাহায্য করা হবে। মহিলাদের আর্থিক দিক দিয়ে শক্তিশালী করে তোলাই এটি স্থাপনের মুখ্য উদ্দেশ্য।”
এই ব্যাঙ্ক থেকে পুরুষরাও পরিষেবা পাবেন। তবে মহিলাদের পরিষেবায় জোর দেওয়া হবে। ব্যাঙ্কের সিংহভাগ কর্মীও মহিলা। ঋণ পাওয়ায় মহিলারা যে অনেক পিছিয়ে, সে কথা জানান চিদম্বরম। তিনি বলেন, দেশে মাত্র ২৬% মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তাই তাঁদের দেওয়া ঋণের পরিমাণও কম।
বর্তমানে এই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে ৪.৫০% সুদ মিলবে। সেই অঙ্ক ১ লক্ষ বা তার বেশি হলে সুদ মিলবে ৫% হারে।
|