রাজ্য সরকারের লজগুলিতে পর্যটকদের পাতে ভিন্ রাজ্যের বাসমতীর বদলে বাংলারই তুলাইপাঞ্জি চালের ভাত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্যটন দফতর। বেসরকারি হোটেলগুলিকেও এই ব্যবস্থা চালু করার পরামর্শ দিয়েছেন পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। মঙ্গলবার তিনি বলেন, “ভিন্ রাজ্যের বাসমতীর থেকে স্বাদে-গন্ধে কোনও অংশেই পিছিয়ে নেই তুলাইপাঞ্জি। তাই এই সিদ্ধান্ত।” মন্ত্রী জানান, এখন তুলাইপাঞ্জি চালের চাষ হচ্ছে দক্ষিণ দিনাজপুরের টুঙ্গিদিঘি এলাকায়। ওই চালের চাহিদা বাড়লে চাষের এলাকাও বাড়ানো যেতে পারে। দক্ষিণ দিনাজপুরের মতোই আবহাওয়া মালদহ, মুর্শিদাবাদের। তাই ওই দু’টি জেলাতেও তুলাইপাঞ্জি চালের চাষ হতে পারে।
|
ভারতীয় স্টেট ব্যাঙ্কের শাখার উদ্বোধন হল সবং ব্লকে। মঙ্গলবার দশগ্রামে এই শাখা চালু করা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া, ব্লক কংগ্রেস সভাপতি অমল পণ্ডা, স্টেট ব্যাঙ্কের আঞ্চলিক আধিকারিক পার্থ সেন, গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্চিতা বাগ প্রমুখ।
|
এলাকার সংস্কৃতির সঙ্গে সাযুজ্য রেখে জঙ্গলমহলের তিন জেলা বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরকে নিয়ে একটি পর্যটনবৃত্ত গড়ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানান পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তিনি জানান, প্রকল্পের অঙ্গ হিসেবে ওই এলাকায় পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। জঙ্গলমহলকে কংক্রিটের জঙ্গল করতে দেওয়া হবে না। সেখানে বহুতল হোটেলও গড়া যাবে না। পর্যটন প্রকল্পের নির্মাণশৈলীতে গুরুত্ব পাবে আদিবাসী সমাজ ও সংস্কৃতি। প্রকল্পের প্রতিটি পর্যায়ে কাজের সুযোগ পাবেন স্থানীয় মানুষ। তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থাও চালু হয়েছে।
|
আগামী ২১-২২ নভেম্বর বণিকসভা সিআইআই-এর উদ্যোগে কলকাতায় আয়োজিত হতে চলেছে চিনা প্রতিনিধিদলের সঙ্গে সম্মেলন ‘কে২কে ফোরাম’। ২০০২ থেকেই পর্যায়ক্রমে সম্মেলনটি অনুষ্ঠিত হয় ইউনান প্রদেশের রাজধানী কুনমিং ও কলকাতায়। এ বার তা উদ্বোধন করবেন রাজ্যপাল এম কে নারায়ণন, থাকবেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চিনের ৫৪ জনের দলে থাকবেন ইউনান প্রদেশ বণিকসভার ভাইস-প্রেসিডেন্ট জিয়া ইউনডং, ইউনান ডেভেলপমমেন্ট রিসার্চ সেন্টারের ভাইস- ডিরেক্টর কং কান প্রমুখ। |