ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা কালপেন সুরেশ মোদী ফের জায়গা করে নিলেন ওবামা-প্রশাসনে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শিল্প ও কলা সংক্রান্ত দফতরে কাজ করার জন্য কালপেনের নাম মনোনীত করেছেন। নেমসেক-খ্যাত কালপেন ওবামার নির্বাচনী প্রচারও করেন। এর আগে তিনি ২০০৯ থেকে ২০১১ সালে ওবামা প্রশাসনের কাজে যুক্ত ছিলেন।
|
হাইয়ানে ক্ষতিগ্রস্ত ৬০ হাজার ফিলিপিন্সবাসীকে খাবার পৌঁছনো সম্ভব হয়েছে বলে দাবি করলেন বিশ্ব খাদ্য কর্মসূচীর ডিরেক্টর আর্থারিন কাউসিন। তবে তিনি এ-ও জানিয়েছেন, এখনও প্রায় ২৫ লক্ষ মানুষকে খাবার পৌঁছে দেওয়ার কাজ বাকি। গত ৮ নভেম্বর ফিলিপিন্সে আছড়ে পড়েছিল সুপার টাইফুন হাইয়ান। শক্তির নিরিখে যা সব চেয়ে উপরের স্তরের (ক্যাটিগরি-৫)। তার জেরে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। নিখোঁজ এখনও বহু। আর্থারিন বলেছেন, “এটা ঠিক যে বহু মানুষের কাছে যেতে পারিনি। খাবার ছাড়াও আর ক্ষতিগ্রস্তদের কী কী দরকার সে দিকটাও খতিয়ে দেখছি আমরা।”
পুরনো খবর: হাইয়ান থেকে বেঁচে গুহাবাসী |
সাতসকালেই ঝামেলা বাবা-ছেলের। ২৪ বছরের গুস ডিডস ছুরি হাতে ঝাঁপিয়ে পড়লেন বাবা ক্রেগের ওপর। কোপের পর কোপ। সামলে নিয়ে বাবা গুলি করে দিলেন নিজের ছেলেকে। বছর ৫৫-র ক্রেগ ডিডস ভার্জিনিয়ার সেনেটর। খবর পেয়ে পুলিশ গিয়ে সপুত্র ক্রেগকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাবার অবস্থা স্থিতিশীল হলেও গুস আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, বাপ-ছেলের বনিবনা হত না ঠিকই, কিন্তু গোলমাল এই পর্যায়ে গড়াবে বোধ হয় কেউই ভাবেনি।
|
জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ বেইরুটের ইরানের দূতাবাস। হত কম পক্ষে ২৩ জন। মঙ্গলবারের ঘটনা। পুলিশ জানিয়েছে, দূতাবাসের মূল ফটক-সহ ছ’টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। আহত বহু। বিস্ফোরণের পরই লেবাননের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বসেন।
|
নির্বাচনের দিনই ভোটকেন্দ্রের কাছে বোমা বিস্ফোরণে এক শিশু ও দু’জন মহিলা আহত। ভোটেবাহাল এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই ভোট কেন্দ্রের কাছে একটি মাঠে বাচ্চারা ফুটবল খেলছিল। সেখানেই বোমাটি রাখা ছিল। পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে সিপিএন-মাওবাদীরা জড়িত। অন্য দিকে, সোমবার সন্ধ্যায় রবিভবন এলাকায় বিস্ফোরণে আহত হয়েছেন দু’জন। |