দক্ষিণ মেরুর গভীরে ফুঁসছে আগ্নেয়গিরি |
বরফ গলছে দক্ষিণ মেরুর। তবে নতুন গবেষণা বলছে, বিশ্ব উষ্ণায়ন অভিযুক্ত নয়। বরং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদদের দাবি, বরফের চাদরের নীচে ফুঁসছে আগ্নেয়গিরি। কারণ সেটাই। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘নেচার জিওসায়েন্স’-এ। গবেষণায় মুখ্য ভূমিকায় রয়েছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ‘আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স’-এর অধ্যাপক ডাউ উয়েনস। তিনি জানান, ২০১০ সাল নাগাদ একটি স্বয়ংক্রিয় যন্ত্রে হঠাৎই ধরা পড়ে ভূকম্পন। দক্ষিণ মেরুর পশ্চিম প্রান্তে নজর রাখার জন্য যন্ত্রটি বসানো হয়েছিল। তাঁদের মনে হয়েছিল, যদি অস্বাভাবিক কিছু চোখে পড়ে। আশঙ্কা সত্যি হয়ে যায়। ২০১০ সালের জানুয়ারিতে এবং ২০১১-র মার্চে ধরা পড়ে ভূমিকম্প। ওয়েনের দল ভাবে, কী এমন ঘটছে বরফের নীচে, যা কিনা কাঁপুনি ধরিয়ে দিয়েছে দক্ষিণ মেরুর হাড়ে! “বিষয়টা ভাল করে খতিয়ে দেখি, বারবার একই জায়গায় মাটি কাঁপছে। সেটাই খুব অদ্ভুত লেগেছিল আমার। তখনই মনে হল কাছাকাছি পর্বত রয়েছে। তবে বরফের উপরে নয়,” বললেন উয়েনসের সঙ্গী বিজ্ঞানী অ্যামান্ডা লিউ। তিনি জানান, দু’বারেই ভূকম্পনের তীব্রতা খুব কম ছিল। তাই এটা যে কোনও ভাবেই একটা পাত অন্য পাতের উপর উঠে গিয়ে কিংবা ধাক্কা খেয়ে ভূমিকম্প নয়, সন্দেহটা জোরদার হয়েছিল। গ্লোবাল কম্পিউটার মডেলে ফেলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কম্পনের হাইপো সেন্টার খুঁজতে শুরু করেন তাঁরা। যা-ই ঘটুক না কেন, যত বারই মাপা হয়, দেখা যায় সেটা মাটির অন্তত ২৫-৪০ কিলোমিটার গভীরে ঘটছে। একমাত্র মাটির গভীরে আগ্নেয়গিরি লাভা উদ্গিরণ করলেই এমনটা হতে পারে, জানান অ্যামান্ডা। সিদ্ধান্তে পৌঁছন বিজ্ঞানীরা। তাঁরা ভয়ে ভয়ে আছেন, বরফ যদি গলে! “তাই এ বার বরফ মাপতে হবে,” বললেন উয়েনস।
|
লাল গ্রহে পাড়ি দিল মাভেন |
অ্যাটলাস ৫-এ চেপে মঙ্গলে পাড়ি দিল নাসার ‘মাভেন’। সোমবার স্থানীয় সময় দুপুর ১টা বেজে ৩৮ মিনিটে (ভারতীয় সময় রাত ১১টা ৫৮ মিনিট) ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল বিমানঘাঁটি থেকে যাত্রা শুরু করল সে। ইসরোর ‘মঙ্গলযান’-এর মতো ‘মাভেন’-ও গ্রহের কক্ষপথে পাক খাবে। পৌঁছবেও একই সময়ে, সেপ্টেম্বরে। এক সময় মঙ্গলের বায়ুমণ্ডল ছিল। তার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। কী ভাবে সেটা হারিয়ে গেল, সেই রহস্যের সমাধান করতেই মাভেনের মঙ্গল-যাত্রা।
|
ভারতীয় অনুষ্ঠান সম্প্রচারে শাস্তি |
ভারত-সহ অন্য দেশের অনুষ্ঠান বেশি সম্প্রচারের অভিযোগে পাকিস্তানের ৩টি চ্যানেলকে এক কোটি টাকা জরিমানা করেছে পাক বৈদ্যুতিন মাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। ওই চ্যানেলগুলিকে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান যেন বেশি প্রচার করা না হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দাবি, নিয়ম অনুযায়ী ১০ শতাংশ বিদেশি অনুষ্ঠানের ৬০ ভাগ হবে ভারতীয়। নির্ধারিত এই সীমার বাইরে গিয়ে চ্যানেলগুলি যথেচ্ছ ভাবে ভারতীয় অনুষ্ঠান সম্প্রচার করছে বলে অভিযোগ।
|
হাইয়ান থেকে বেঁচে গুহাবাসী |
টাইফুন হাইয়ানের হাত থেকে রক্ষা পেয়ে এখন বেঁচে থাকাটাই ফিলিপিন্সবাসীর কাছে বড় চ্যালেঞ্জ। হাইয়ানের দাপটে ঘরবাড়ি গুঁড়িয়ে গিয়েছে। তাই তাঁরা ঠাঁই নিয়েছেন গুহায়। হাইয়ান আসার খবর পেয়েই স্থানীয় বাসিন্দা ম্যানুয়েল স্ত্রীকে নিয়ে বাড়ির পিছনের পাহাড়টির গুহায় আশ্রয় নেন। সেখান থেকেই ঝড়ের তাণ্ডব দেখেন। আর এখন ওই গুহাতেই ঠিকানা খুঁজতে আসছেন আরও বহু পরিবার।
|
হাসপাতালে ভর্তি এ কে ৪৭ অ্যাসল্ট রাইফেলের আবিষ্কর্তা মিখাইল কালাশনিকভ। গত ১০ নভেম্বরই ৯৪তম জন্মদিন পালন করেছেন তিনি। তাঁর শরীর খারাপ শুরু হয় সেই সময় থেকেই। বার্ধক্যজনিত রোগেই ভুগছেন কালাশনিকভ। হৃদ্যন্ত্রের সমস্যার জন্য চলতি বছরের শুরুতে বেশ কয়েক সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। |