ঋণ পাইয়ে দিতে ঘুষ, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
একটি স্বয়ম্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলা কর্মীদের ঋণ পাইয়ে দেওয়ার নাম করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল দুই মহিলা সম্পদ কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের জেমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মঙ্গলবার ওই স্বয়ম্ভর গোষ্ঠীর ৪০ জন মহিলা কর্মী রানিগঞ্জের বিডিও-র কাছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। রানিগঞ্জ থানাতেও অভিযোগ দায়ের করেছেন তাঁরা। অভিযোগকারীদের দাবি, একটি প্রকল্পে ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে দেবী রুইদাস এবং ঊমা দাস নামে দুই সম্পদকর্মী তাঁদের কাছ থেকে ১৫০০ টাকা করে নেন। কিন্তু তার পর থেকে ওই দুই মহিলা তাঁদের পাত্তা দিচ্ছেন না। জামুরিয়া ব্লকের বিডিও পার্থপ্রতিম সরকার জানান, ওই দুই সম্পদ কর্মীর ওই পদে কাজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট সব আর্থিক প্রতিষ্ঠানে মঙ্গলবার সেটা লিখিত ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে তদন্ত হবে। ওঁরা যে স্বয়ম্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
|
মাদক উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ডাকাতির ঘটনায় জড়িত ধৃতদের জেরা করে ৬টি মোটরবাইক ও ২৭৬ গ্রাম হেরোইন উদ্ধার করেছে রায়না থানার পুলিশ। জেলা পুলিশ সুপার জানান, মঙ্গলবার রায়নার বেলসোর গ্রামের শেখ নাসিরের বাড়ি থেকে ওই হেরোইন মেলে। গত ১৪ নভেম্বর ডাকাতির অভিযোগে নাসির ও তার দুই সঙ্গী রঞ্জিত দাস ও শেখ সিরাজুলকে গ্রেফতার করা হয়েছিল।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক আলু বিক্রেতার। সোমবার রাতে মেমারির শঙ্করপুরের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম বাবলু পণ্ডিত। মানসিক অবসাদ থেকে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন বলে তাঁর পরিবার সূত্রের খবর।
|
ছাত্রীর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রীর। সোমবার সন্ধ্যায় জামালপুর থানার রংকিনি মহলার ঘটনা। মৃত ছাত্রীর নাম মালা বাগ (১৪)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামনে পরীক্ষা, কিন্তু লেখাপড়া না করে সারাদিন টিভি দেখার জন্য এ দিন বাড়ির লোক বকাঝকা করে মালাকে। |