কলেজ স্তরে নকল ‘যুব সংসদ’ পরিচালনা প্রতিযোগিতায় সেরা হল শিলিগুড়ি কলেজ। জেলাস্তরে সেরা হওয়ার পর এ বার বিভাগীয় স্তরেও সেরা হল শিলিগুড়ি কলেজ। গত ১৫ নভেম্বর কোচবিহারে এ বিএনশীল কলেজে ওই প্রতিযোগিতা হয়। বিভাগীয়স্তরে সেরা হওয়ার সুবাদে রাজ্যস্তরে অংশ নেবে শিলিগুড়ি কলেজের ওই ছাত্রছাত্রীরা। শিলিগুড়ি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা বিদ্যাবতী অগ্রবাল জানান, যুব সমাজের মধ্যে ইতিবাচক সংসদীয় ব্যবহার নিয়ে সচেতন করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় সরকারের তরফে ওই প্রতিযোগিতার পরিকল্পনা নেওয়া হলেও রাজ্যস্তরে রাজ্য সরকারের তরফেই বিষয়টি দেখা হয়। বিদ্যাবতীদেবী বলেন, “প্রত্যেক কলেজ থেকে এক একটি দল যোগ দেয়। প্রতিটি দলে ১৫ জন করে থাকে। নকল সংসদ পরিচালনা করতে ৭ জন শাসক দলের প্রতিনিধি হন। ৫ জন বিরোধী পক্ষ হন। ১ জন করে প্রধানমন্ত্রী, স্পিকার এবং মার্শালের ভূমিকা পালন করে।
|
সোমবার রাতে রায়গঞ্জ শহরের কলেজ পাড়ায় তিন দুষ্কৃতী এসে পর পর শূন্যে গুলি চালিয়ে পালিয়ে যায়। বাসিন্দাদের অভিযোগ, এ দিন রাত ৯টা নাগাদ এক মোটর বাইকে চেপে ৩ দুষ্কৃতী আসে। বাইক থামিয়ে পর পর তিন বার গুলি চালায় দুষ্কৃতীরা। এর পর ৩৪ নম্বর জাতীয় সড়কের দিকে তারা পালিয়ে যায়। ঘটনার পরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেভিড ইভান লেপচা বলেন, “কেন এমন ঘটনা ঘটল তা আমরা দেখছি। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।” এ দিন ঘটনার পরে অভিযুক্তদের ধরা এবং এলাকায় শান্তি রক্ষার দাবিতে বাসিন্দারা লাগোয়া জাতীয় সড়ক অবরোধ করে। মিনিট কুড়ি অবরোধ চলার পরে রায়গঞ্জ থানার আইসি দীনেশ প্রামাণিক ও পুরসভার ভাইস চেয়ারম্যান রণজকুমার দাস আশ্বাস দিলে বাসিন্দারা অবরোধ তুলে নেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে চলছে। সন্ধে নামলেই জাতীয় সড়ক লাগোয়া এলাকায় নেশাগ্রস্তদের আড্ডা শুরু হয়। সম্প্রতি এলাকার বাসিন্দারা এর প্রতিবাদ করেন বলে জানা গিয়েছে। তাই গুলি চালানোর ঘটনা কিনা পুলিশ খতিয়ে দেখছে। রণজবাবু বলেন, “সম্প্রতি বাসিন্দারা নেশাগ্রস্তদের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়। সে কারণেই দুষ্কৃতীরা এদিনের ঘটনা ঘটিয়েছে মনে হচ্ছে। পুলিশকে বলেছি দ্রুত ব্যবস্থা নিতে।”
|
সরকার থেকে ১৩ টাকা কেজি দর বেঁধে দিলেও মালদহে ২৪ টাকায় আলু বিক্রি হচ্ছে। নতুন আল ৩৮-৪০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। প্রায় দ্বিগুণ দামে জ্যোতি আলু বিক্রি হওয়ায় জেলা জুড়ে অসন্তোষ দেখা দিয়েছে। সামসী থেকে কালিয়াচক, মানিকচক সর্বত্র বাজারে আলুর ব্যবসায়ীদের সঙ্গে ক্রেতাদের বচসা হচ্ছে। বেশি দামে আলু বিক্রির জন্য জেলা প্রশাসনকেই দোষারোপ করেছেন ব্যবসায়ীরা। মালদহ মার্চেন্ট চেম্বার অফ কর্মাসের সম্পাদক উজ্জল সাহা বলেন, “জেলায় আলুর চাহিদা অনুয়ায়ী জেলা প্রশাসন জোগান দিতে পারছে না। বেশি দামে আলু বিক্রির জন্য মানুষ লুঠপাঠ শুরু করায় বহু বাজারে আলু বিক্রি বন্ধ।” নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, “ডিএমকে বলেছি, যারা বেশি দামে আলু বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।”
|
রাস্তা সংস্কারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। সোমবার দুপুরে ইসলামপুরের ধনতলার কাছনা এলাকায়। ধনতলা থেকে গোয়ালপোখর পর্যন্ত রাজ্যসড়ক বেহাল হয়ে রয়েছে। এদিন প্রায় ৬ ঘণ্টা ধরে বিক্ষোভে সেখানে আটকে পড়ে মালবাহী ট্রাক। বিকালে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। ইসলামপুরের মহকুমাশাসক নারায়ণচন্দ্র বিশ্বাস বলেন, “করণদিঘির বোতলবাড়ি থেকে সংস্কারের কাজ শুরু হয়েছে। দ্রুত সংস্কারের কাজ শেষ হবে।”
|
রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে একটি সরকারি বাস ধাক্কা দিলে এক তরুণীর মৃত্যু হয়েছে। জখম হন ১২ জন। সোমবার ভোরে বংশীহারি থানার দৌলতপুর এলাকায় রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম পিউ বিশ্বাস (২৫)। তাঁর বাড়ি বালুরঘাটের খিদিরপুর এলাকায়। বাসের যাত্রী ৩ জনকে আহত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পিউদেবী বহরমপুর হাসপাতালে নার্সের কাজ করতেন।
|
রাসমেলায় ঢোকার মুখে মিছিল মিটিংয়ের ভিড়ে নাজেহাল দর্শনার্থীরা। কোচবিহার পুরসভার ১৭ নং ওয়ার্ডে উপ নির্বাচন হবে ২২ নভেম্বর। ওই ওয়ার্ডেই হচ্ছে রাসমেলা। সন্ধে হলেই তাই জনবহুল এলাকায় মিছিল, মিটিং। মেলায় ঢোকার মুখে এই রাজনৈতিক দলগুলির প্রচার ঘিরে সমস্যায় পড়ে গিয়েছেন সাধারণ দর্শনার্থীরা। মুখে গুঞ্জন, ২২ তারিখটা পেরোলে শান্তি। |