খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া আবাসিক পড়ুয়াদের সম্পর্কে সোমবার খোঁজখবর নিল ব্লক প্রশাসন। রবিবার রাতে গঙ্গারামপুর থানার বিসরাইল এলাকার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ঘটনাটি ঘটে। রাতের খাবার খেয়ে অসুস্থ ১০৯ আবাসিককে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সুপার সুদীপ দাস বলেন, “খাবারে বিষক্রিয়ায় ঘটনাটি ঘটে। রাতে অধিকাংশ পড়ুয়াকে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছিল। এ দিন বিকালের মধ্যে চিকিৎসাধীন ৩৫ জন ছাত্রছাত্রীকে ছুটি দেওয়া হয়েছে।”
হাসপাতাল সূত্রের খবর, স্কুলটিতে নার্সারি থেকে দশম শ্রেণির ৩০০ জন পড়ুয়া হস্টেলে থাকে। গত রবিবার রাত ৮টা নাগাদ তাদের ভাত ডাল ও ফুলকপির তরকারি খেতে দেওয়া হয়। খাবার খাওয়ার পরই ছাত্রছাত্রীরা বমি করতে থাকে। পেট ব্যথা শুরু হয়। সেই রাতেই পড়ুয়াদের দফায় দফায় হাসপাতালে ভর্তি করানো হয়।
স্কুলের সম্পাদক তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মজিরুদ্দিন মণ্ডল বলেন, “খাবারে টিকটিকি বা বিষাক্ত পোকামাকড় থেকে ঘটতে পারে। বিষয়টি প্রধান শিক্ষককে তদন্ত করে দেখতে বলেছি।” ঘটনায় স্কুল কর্তৃপক্ষের নামে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ দেখান অভিভাবকরা। এ দিন পড়ুয়াদের হস্টেল থেকে অনেকে বাড়িতে নিয়ে যান। গঙ্গারামপুরের বিডিও সঞ্চয় হাওলাদার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। |