শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের নতুন চেয়ারম্যান হলেন মুকুলকান্তি ঘোষ। সোমবার তাঁর কাছে শিক্ষা দফতর থেকে ওই নির্দেশিকা পৌঁছয়। বর্তমানে তিনি শিলিগুড়ির সূর্যসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাণিজ্য বিভাগের শিক্ষক। তিনি বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে এ দিনই চিঠি পেয়েছি। প্রক্রিয়া মেনে শীঘ্রই ওই পদে যোগ দেব।”
শিলিগুড়ি শিক্ষা জেলায় প্রাথমিক স্কুলে দেদার বদলি নিয়ে সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ। সংসদের একটি সূত্রই জানিয়েছে, স্কুলগুলিতে পড়ুয়া অনুপাতে শিক্ষক রাখার নির্দেশ দেয় সরকার। তবে গত অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত শিলিগুড়িতে সেই কাজ হয়নি। গত ২৫ অক্টোবর একটি বিশেষ শিক্ষক সংগঠনের ১৫ জন শিক্ষককে বদলির অনুমোদন দিলে অপর একটি শিক্ষক সংগঠন তাদের সদস্যদের বদলির দাবি তোলে। তারা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসে বিক্ষোভ দেখান। সমস্যা মেটাতে চেয়ারম্যান সমর চক্রবর্তী তাদের সঙ্গে আলোচনায় বসেন। সে সময় অপর শিক্ষক সংগঠনের লোকজন আলোচনায় বাধা দিলে গোলমাল বাধে। চেয়ারম্যানের উপস্থিতিতেই ভাঙচুর করা হয় প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিস। পুলিশে অভিযোগও করা হয়। চেয়ারম্যান পদে সমরবাবুর মেয়াদ ছিল গত ৩১ অক্টোবর পর্যন্ত। ওই দিন গভীর রাত পর্যন্ত তাঁর বাড়িতে বসে দুই শতাধিক শিক্ষককে তিনি বিভিন্ন স্কুলে বদলির অনুমোদন দেন বলে অভিযোগ। ওই নির্দেশ কার্যকর হলে অনেক স্কুলে শিক্ষক শূন্য হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবার কিছু স্কুলে মাত্রাতিরিক্ত শিক্ষক-শিক্ষিকা হয়ে পড়বে বলে প্রাথমিক বিদ্যালয় সংসদের আধিকারিকরা মনে করছেন। তাই পুরনো বদলির ওই সমস্ত অনুমতি বাতিল করে তালিকা তৈরি করে নিয়ম মাফিক বদলির দাবি তুলেছেন তৃণমূল শিক্ষা সেল এবং তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা। নতুন চেয়ারম্যান অবশ্য জানান, যোগ দেওয়ার আগে এ নিয়ে তিনি কিছু বলতে পারবেন না। |