মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশেও সরকারি মূল্যে বিক্রির জন্য আলু পৌঁছয়নি। ৪ দিন ধরে পুরাতন হাসিমারা বাজারে সবজি বিক্রেতাদের কাছে আলু নেই। বাজার থেকে আলু উধাও হলেও ঘটনার কথা জানেন না প্রশাসনিক কর্তারা। শুক্রবার ওই বাজারে ১৩ টাকা কেজি দরে আলু বিক্রির জন্য কিছু ক্রেতা ব্যবসায়ীদের চাপ দেন বলে অভিযোগ। এই নিয়ে বচসার পর বেশ কিছু সবজির দোকান থেকে জোর করে আলু তুলে নেয় কিছু যুবক। খুচরো ব্যবসায়ীরা সরকারি মূল্যে আলু না পেয়ে বেশি দাম দিয়ে ভুটানের আলু আনতে চাইছেন না। আলিপুরদুয়ারের মহকুমা শাসক তথা নিয়ন্ত্রিত বাজার সমিতির চেয়ারম্যান নিখিল নির্মল বলেন,“বিষয়টি জানা ছিল না। সমস্যার সমাধানে ব্যবস্থা নেব।” সোমবার পুরাতন হাসিমারা এলাকায় গিয়ে দেখা গেল টোম্যাটো, লঙ্কা, লাউ, মুলো বিক্রি হলেও আলু নেই। আলুর আড়তদার রুপেশ চৌধুরী বলেন, ক্রেতারা বেশি দামের আলু কিনতে চাইছেন না বলে আলু তোলা বন্ধ রেখেছি। কিছু দিন পর স্থানীয় আলু এলে দাম কমতে পারে। তবে প্রশাসনের উচিত সরকারি মূল্যে আলু বিক্রির ব্যবস্থা করা।”
|
আয়কর দফতরের আবেদন বিভাগ সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি পালন করল শিলিগুড়ির কর সংক্রান্ত আইনজীবীরা। সোমবার শিলিগুড়ির মাটিগাড়ায় আয়কর দফতরে ১১ টা থেকে ২ টো পর্যন্ত অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব চক্রবর্তী বলেন, “শিলিগুড়ি থেকে আয়কর বিভাগের আবেদন বিভাগ সরাতে দেব না। আমাদের সঙ্গে আরও বিভিন্ন সংগঠন যোগাযোগ করেছে। আগামীতে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব।”
|
শ্রমিকদের বকেয়া মজুরি দেওয়ার দাবিতে ম্যানেজারকে টানা চার ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। ডুয়ার্সের তুরতুরি চা বাগানে সোমবার এই ঘটনাটি ঘটেছে। বাগান কর্তৃপক্ষের তরফে আগামী চার দিনের মধ্যে মজুরি দেওয়ার লিখিত আশ্বাস দেওয়া হয়। এর পরে ঘেরাও তুলে নেন শ্রমিকেরা। ওই চা বাগানে ৫৫০ জন শ্রমিকও কর্মচারি রয়েছেন।
|
ক্রেতা সেজে বন্যপ্রাণীর দেহাংশ পাচারে দুই ব্যক্তিকে সোমবার বন কর্মীরা গ্রেফতার করল। বন দফতর সূত্রে খবর তাদের থেকে ৮ ইঞ্চি লম্বা ও ১২০০ গ্রাম ওজনের শিং পাওয়া গিয়েছে। ধৃতরা পাকুড়িতলা এলাকায় বাসিন্দা গজেন বর্মন ও হরেন রায়। |