অবৈধ মদ বিক্রি বন্ধে মন্ত্রীকে আর্জি
নিজস্ব সংবাদদাতা • ঝালদা |
এলাকায় অবৈধ মদ বিক্রি বন্ধ করতে এ বার মন্ত্রী শান্তিরাম মাহাতোর কাছে স্মারকলিপি দিলেন ঝালদা ২ ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরা। শান্তিরামবাবু নিজে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরেরই মন্ত্রী। রবিবার সন্ধ্যায় ঝালদায় শান্তিরামবাবুকে স্মারকলিপি দেয় ঝালদা ২ ব্লক এলাকার দুই শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর আড়াই হাজারেরও বেশি সদস্যকে নিয়ে গড়ে ওঠা ‘কংসাবতী নারী মর্যাদা মহাসঙ্ঘ’। মন্ত্রী বলেন “অবৈধ মদ বিক্রি বন্ধ করতে পুলিশ ও আবগারি দফতরকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।” ঝালদা ২ ব্লক এলাকায় অবৈধ মদের কারবারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে ওই মহাসঙ্ঘ। ইতিমধ্যেই ঝালদা ২ ব্লক অফিস ও কোটশিলা থানায় অবস্থান করেছেন সঙ্ঘের সদস্যেরা। অবৈধ মদ বিক্রির অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতারও করেছে। ওই সংগঠনের অভিযোগ, অবৈধ মদ কারবারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। জেলা আবগারি দফতরের দাবি, তারা নিয়মিত অভিযান চালালেও কর্মী সংখ্যার অভাবে এই ব্যবসা পুরোপুরি বন্ধ করায় সমস্যা হচ্ছে।
|
কাজ বন্ধ করেনি, দাবি এসইউসি-র |
রঘুনাথপুরে ডিভিসি-র তাপবিদ্যুৎ প্রকল্পের ‘ওয়াটার করিডর’ নির্মাণে বাধা দেওয়া জমিরক্ষা সংগ্রাম কমিটির সঙ্গে তাঁদের দলের যোগ নেই বলে দাবি করলেন এসইউসি-র পুরুলিয়া জেলা সম্পাদিকা প্রণতি ভট্টাচার্য। সোমবার পুরুলিয়ায় সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “রাজ্য সরকারের শীর্ষস্তর থেকে বলা হচ্ছে, কাজে যারা বাধা দিচ্ছে, তাদের সঙ্গে আমাদের দলের সম্পর্ক রয়েছে। কিন্তু, আমরা কাজ বন্ধ করে আন্দোলনকে সমর্থন করি না। কমিটি গড়ে নেতিবাচক আন্দোলন যাঁরা করছেন, তাঁদের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।” প্রশাসন ও ডিভিসি-র সঙ্গে ওই কমিটির একাধিকবার আলোচনার পরেও ওয়াটার করিডর নিয়ে সমস্যা মেটেনি। |