কাজের দাবিতে এ বার জেলাশাসকের অফিস আটকে বিক্ষোভ দেখালেন পুরুলিয়ার সিভিক পুলিশের কর্মীরা। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে প্রায় এক ঘণ্টা পুরুলিয়া শহরে ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখান সিভিক পুলিশের হাজার দুয়েক কর্মী। পরে স্মারকলিপিও দেন তাঁরা। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রবালকান্তি মাইতি বলেন, “স্মারকলিপি পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।” |
জেলার ২০টি থানায় এ বার পুজোর আগে পাঁচ হাজার সিভিক পুলিশ নিয়োগ করা হয়েছিল। ১০ অক্টোবর থেকে দু’দফায় মোট ২৮ দিন ওই কর্মীদের দিয়ে কাজ করানো হয়। পুজোর সময় মণ্ডপে ভিড় সামলানো, বিভিন্ন মেলায় আইনশৃঙ্খলা জনিত কাজ দেখভাল থেকে রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করা, রাতপাহারার কাজ পেয়েছিলেন তাঁরা। ১০ নভেম্বর থেকে তাঁরা কাজ হারিয়েছেন। এর প্রতিবাদে আগেও বিক্ষোভ দেখিয়েছেন। এ দিন শহরের জুবিলি ময়দান থেকে মিছিল করে জেলাশাসকের অফিসের সামনে রাস্তা অবরোধ করে বসে পড়েন সিভিক পুলিশের কর্মীরা। উপস্থিত ডিএসপি (আইনশৃঙ্খলা) পিনাকী দত্ত এবং দুই থানার পুলিশকর্মীরা বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ ওঠান। বিক্ষোভকারী সুনীল সর্দার, সন্তোষ কুইরি, দুলাল গোপরা বলেন, “এক মাস কাজ করেও এখনও ভাতা পাইনি। তারই মধ্যে এক দিন থানাগুলি থেকে জানিয়ে দেওয়া হয়, আমাদের আর কাজ করতে হবে না।” তাঁদের দাবি, প্রতি মাসে ২৮ দিন কাজ দেওয়া এবং বকেয়া ভাতা দেওয়ার ব্যবস্থা দ্রুত করতে হবে প্রশাসনকে। তবে, জেলা প্রশাসনের এক পদস্থ কর্তা জানান, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী কাজে নেওয়া হয়েছিল ওই সিভিক পুলিশকর্মীদের। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাঁদের ফের কাজে নেওয়া সম্ভব নয় বলেই আপাতত কাজে আসতে বারণ করা হয়েছে। |