কলেজে ভর্তি হতে না পেরে পুরুলিয়া শহরে জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন শ’দেড়েক ছাত্রছাত্রী। সোমবার দুপুরে ছাত্র সংগঠন ডিএসও-র নেতৃত্বে ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ চলে। পরে জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হয়।
এ দিন জুবিলি ময়দান থেকে মিছিল করে প্রথমে শহরের ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় পথ অবরোধ করে ডিএসও। পরে তারা যায় জেলাশাসকের অফিসে। ওই ছাত্র সংগঠনের সভাপতি স্বদেশপ্রিয় মাহাতোর দাবি, “এখনও জেলার দেড়শো ছাত্রছাত্রী কোনও কলেজে ভর্তি হতে পারেনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েও পুরোপুরি সুরাহা না হওয়ায় তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।” অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রবালকান্তি মাইতি বলেন “বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।” ঘটনা হল, এই দেড়শো ছাত্রছাত্রী পুরুলিয়া শহর ও সংলগ্ন এলাকার বাসিন্দা হওয়ায় সকলেই শহরের জে কে কলেজ ও নিস্তারিণী কলেজে ভর্তির আবেদন জানিয়েছিলেন। দুই কলেজের আসন সংখ্যা পূর্ণ হয়ে যাওয়ায় তাঁরা ভর্তির সুযোগ পাননি। সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায় জানান, ডিএসও এই সমস্যা নিয়ে তাঁদের কাছে আসার পরে নিস্তারিণী কলেজে ২০ জন ছাত্রীর ভর্তির ব্যবস্থা করা হয়েছিল। জে কে কলেজের কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, তাঁদের পক্ষে আসন সংখ্যা বাড়ানো সম্ভব নয়। এই অবস্থায় উপাচার্য এবং প্রত্যন্ত এলাকার কলেজগুলির সঙ্গে ছাত্রভর্তির বিষয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন রেজিস্ট্রার। |