সিপিএম নেত্রীকে মারধরের অভিযোগ, বাঁকুড়ায় তরজা
বাঁকুড়ার প্রাক্তন জেলা সভাধিপতি তরুবালা বিশ্বাসের স্কুটারে এক কিশোরের জখম হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল জয়পুর থানার জিজুড় গ্রামে। তরুবালাদেবীর অভিযোগ, ওই ঘটনার জেরে জখম কিশোরের মামা, স্থানীয় তৃণমূল নেতা মিলন গোড়ের নেতৃত্বে কিছু দলীয় সমর্থক ঘটনার পর লাঠি হাতে তাঁর বাড়িতে ঢুকে তাঁকে মারধর করেন। ঘটনা ঘিরে সিপিএম-তৃণমূল চাপানউতোর শুরু হয়েছে।
রবিবার রাত দশটা নাগাদ জখম অবস্থায় তরুবালাদেবীকে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করানো হয়। রাত সাড়ে ১২টা নাগাদ একই হাসপাতালে আনা হয় জখম কিশোর মিঠুন মণ্ডলকে। তার মামা মিলনবাবু বলেন, “রবিবার বিকেল ৪টে নাগাদ আমার ভাগ্নে সাইকেলে আমাদের ইজ্জতপুর গ্রাম থেকে জুজুড়ে ফুটবল খেলা দেখতে যাচ্ছিল। সেই সময় তরুবালাদেবীর স্কুটার মিঠুনের সাইকেলে ধাক্কা মারলে পাশের ধানজমিতে পড়ে সাইকেলটি দুমড়ে যায়। মিঠুনও আহত হয়।”

হাসপাতালে তরুবালাদেবী।—নিজস্ব চিত্র।
তাঁর অভিযোগ, সামান্য সৌজন্য না দেখিয়ে ভাগ্নেকে ফেলে সেখান থেকে চলে যান তরুবালাদেবী। গ্রামবাসীরাই মিঠুনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে ওকে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করানো হয়। ওই তৃণমূল নেতার আরও দাবি, “তরুবালাদেবী নিজের উদ্ধত আচরণের জন্য জনরোষের মুখে পড়েছেন। অথচ পরে আমার নামেই থানায় তাঁকে মারধর করার মিথ্যা অভিযোগ করেছেন। আমরাও থানায় ওঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।” এসডিপিও (বিষ্ণুপুর) পরাগ ঘোষ জানান, দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। তদন্ত চলছে।
মহিলা সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি সিপিএমের জেলা কমিটির সদস্যা তথা দলের মহিলা সংগঠনের জেলা কমিটির সহ-সম্পাদিকা তরুবালাদেবী সোমবার বলেন, “সামান্য ধাক্কা লেগেছিল। ছেলেটির কিছুই হয়নি। আমি পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী ছিলাম। সেই আক্রোশেই এলাকার তৃণমূল নেতা মিলন দলীয় কর্মীদের নিয়ে লাঠিসোটা হাতে আমার জুজুড় গ্রামের বাড়িতে ঢূকে মারধর করে আমার বাঁ হাতের কব্জি ভেঙে দিয়েছে।” সিপিএমের জেলা সম্পাদক অমিয় পাত্রের অভিযোগ, সামান্য ঘটনাকে রাজনৈতিক চেহারা দিয়ে তাঁদের সংগঠনকে ভাঙার চেষ্টা করছে তৃণমূল। এই অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূলের কো-চেয়ারম্যান তথা বর্তমান জেলা সভাধিপতি অরূপ চক্রবতী বলেন, “তরুবালাদেবীকে মারধরের ঘটনায় আমাদের দলের কেউ যুক্ত নয়। কিশোরটিকে ধাক্কা দিয়ে, ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে উনি পালিয়েছিলেন। এক জন প্রাক্তন সভাধিপতির এমন আচরণ ভাবাই যায় না! এর জন্য একটা জনরোষ তৈরি হয়েছিল।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.