টুকরো খবর
পথ অবরোধ
এলাকার তৃণমূল বিধায়ক বিদেশি জাহাজের মাল খালাসে সমাজবিরোধীদের সুযোগ করে দিচ্ছেন, এই অভিযোগ ঘিরে ডায়মন্ড হারবারে দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। সোমবার বিকেলে ওই অভিযোগে ডায়মন্ড হারবার জেটিঘাট মোড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠন। আধ ঘণ্টা বিক্ষোভ চলার পরে পুলিশ গিয়ে সব পক্ষকে নিয়ে আলোচনার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিদেশি জাহাজের মাল ডায়মন্ড হারবারের আব্দালপুরে খালাস করা হয়। ওই কাজে যুক্ত তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠনের কোষাধ্যক্ষ তাপস মল্লিকের অভিযোগ, “বিধায়কের মদতে সমাজবিরোধীরা মাল খালাসের সুযোগ পাচ্ছে। এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ।” অভিযোগ উড়িয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদারের দাবি, “আমার বিরুদ্ধে কিছু লোক কুৎসা রটানোর চেষ্টা করছে। পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি।”

স্কুলের সুবর্ণজয়ন্তী
সম্প্রতি বসিরহাটের ধলতিথা মিলন মন্দির হাইস্কুলের সুবর্ণজয়ন্তী পালিত হল। পতাকা উত্তোলন দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী-সহ বিশিষ্ট মানুষদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। স্কুলের ছাত্রছাত্রীদের আঁকা ছবি নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল।

গয়না চুরি, ধৃত
গয়না চুরির অভিযোগে সোমবার গ্রেফতার হল এক যুবক। ধৃত গৌর সর্দারের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীনারায়ণপুরে। পুলিশ জানায়, শুক্রবার ৭ নম্বর গরফা রাজকৃষ্ণ পাল লেনের বাসিন্দা অজিত পাল নামে এক ব্যক্তি থানায় অভিযোগ জানান, তাঁর বাড়ি থেকে লক্ষাধিক টাকার গয়না চুরি গিয়েছে। পুলিশ জানতে পারে, গৌর নামে ওই যুবক গত কয়েক মাস অজিতবাবুর বাড়িতেই থাকে। অজিতবাবু পুলিশকে জানান, বিশ্বস্ত ওই যুবক বাড়ির দেখভাল করে। তদন্ত করতে গিয়ে পুলিশের সন্দেহ হয় গৌরের উপর। এর পরই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জেরায় চুরির ঘটনা স্বীকার করে গৌর। পুলিশ জানায়, অজিতবাবুর বাড়ির যে ঘরে গৌর থাকে, সেখানে খাটের তলা থেকে উদ্ধার হয়েছে গয়না। তবে একটি আংটি এখনও উদ্ধার করা যায়নি।

চোর সন্দেহে মার, মৃত্যু যুবকের
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারল উত্তেজিত জনতা। রবিবার রাতে, বজবজ স্টেশন সংলগ্ন এলাকায়। মৃতের নাম রাহুল দলুই (২৮)। পুলিশ জানায়, রাতে তাঁকে ঘুরতে দেখে স্থানীয় কিছু বাসিন্দার সন্দেহ হয়। তাঁরা ‘চোর’ ‘চোর’ বলে চিৎকার করতেই রাহুল পালানোর চেষ্টা করেন। তখনই তাঁকে ধরে ফেলে মারধর শুরু হয়। পুলিশ রাহুলকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তবে মারধরের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

রেশন ডিলার-সহ গ্রেফতার ৩
গ্রাহকদের কাছে নিম্নমানের চাল-চিনি সরবরাহ করা, বেআইনি ভাবে কেরোসিন মজুত করা-সহ কয়েকটি অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-১ ব্লকের দিঘিরপাড় গ্রামের এক রেশন ডিলার, তাঁর স্ত্রী ও এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার দুপুরের ঘটনা। ধৃতেরা হলেন রেশন ডিলার গোপাল খাঁ, তাঁর স্ত্রী রানু এবং কর্মী সুকুমার শাঁকারি। ওই রেশন দোকান থেকে দেড় কুইন্টাল চিনি, ৩০ কেজি চাল এবং ৫০ লিটার কেরোসিন বাজেয়াপ্ত করেছে পুলিশ।

গুলি করে ধৃত যুবক
এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি করার অভিযোগে গ্রেফতার হয়েছে এক যুবক। রবিবার রাতে, মহেশতলা ইএসআই হাসপাতালের সামনে। পুলিশ জানিয়েছে, মহেশতলা টাউন তৃণমূলের সভাপতি সুকান্ত বেরা অভিযোগে জানান, তিনি হাসপাতালের সামনে কিছু দলীয় কর্মীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। আচমকা একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময়ে দুই দুষ্কৃতী গুলি চালায়। ঘটনায় লাল্টু খান নামে এক যুবককে গ্রেফতার করে জেরা করা হচ্ছে। পুলিশের অনুমান, বচসার জেরে এই ঘটনা ঘটেছে।

পড়শিকে কোপ, যুবক গ্রেফতার
পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে তাঁর প্রতিবেশী যুবককে গ্রেফতার করল পুলিশ। হামলার ঘটনাটি ঘটে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের দক্ষিণ দুর্গাপুর গ্রামে। আহত বৈদ্যনাথ মণ্ডলকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অরুণ পুরকাইত।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.