আর্থিক প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগে এক অর্থলগ্নি সংস্থার কর্তাকে গ্রেফতার করল হাবরা থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, মহীতোষ গঙ্গোপাধ্যায় নামে ওই ব্যক্তির বাড়ি হুগলির শ্রীরামপুরে। সেখানে সে একটি বাড়িতে ভাড়া থাকত। দীর্ঘদিন ধরেই তাকে খোঁজা হচ্ছিল। রবিবার গোপন সূত্রে খবর পুলিশ জানতে পারে কলকাতার একটি এলাকায় সে রয়েছে। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই সে পালিয়ে যায়। পরে ফের খবর আসে যে সে ব্যারাকপুর স্টেশনে রয়েছে। শেষ পর্যন্ত সেখানেই সে পুলিশের হাতে ধরা পড়ে। |
পুলিশ সূত্রের খবর, বছর দুয়েক আগে ‘উইন রিয়্যালকম লিমিটেড’ নামে হাবরায় একটি অর্থলগ্নি সংস্থা খোলে মহীতোষ। চড়া সুদের প্রলোভন দেখিয়ে এজেন্টদের মাধ্যমে বাজার থেকে টাকা তুলতে শুরু করে ওই সংস্থা। ২ লক্ষ টাকা জমা রাখলে মাসিক ৫ হাজার টাকা করা পাওয়া যেত। এ ছাড়াও নানা স্কিমে টাকা তোলা হত। এ ভাবে প্রায় কোটি টাকা তুলেছিল সে। মাস কয়েক আগে নির্দিষ্ট সময় পেরোনোর পরে বেশ কিছু গ্রাহক সংস্থার কাছে টাকা ফেরত চাইলে গোলমালের শুরু। টাকা না পেয়ে তাঁরা পুলিশের দ্বারস্থ হন। গত ২৯ সেপ্টেম্বর হাবরারহ কামারথুবার বাসিন্দা জানকী পাল টাকা না পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর থেকেই মহীতোষের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে হাবরা ছাড়াও ব্যারাকপুর, হুগলির শ্রীরামপুর, মুর্শিদাবাদে অফিস ছিল ওই সংস্থার। সোমবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে আটদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। |