শর্ট স্ট্রিট কাণ্ডের আট দিনের মাথায় বদলি করা হল শেক্সপিয়র থানার ওসি পীযূষ কুণ্ডুকে। ৯এ শর্ট স্ট্রিটে অনধিকার প্রবেশের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে থানার এক শ্রেণির অফিসারের ঘনিষ্ঠতার অভিযোগ ওঠায় লালবাজার তদন্তে নেমেছিল। তার জেরেই ওসি-কে থানা থেকে সরিয়ে সিকিওরিটি কন্ট্রোলে বদলি করা হল বলে লালবাজার সূত্রের খবর। সোমবার রাতে ওসি বদলের নির্দেশ দেওয়া হলেও এ নিয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছেন কলকাতা পুলিশের শীর্ষ-কর্তারা। লালবাজার সূত্রের খবর, এর পরে আরও কয়েক জন পদস্থ অফিসার এবং কর্মীকেও বদলি করা হতে পারে।
অভিযুক্তদের সঙ্গে যোগসাজশের অভিযোগে গত সপ্তাহেই ওই থানার সাব-ইন্সপেক্টর নুর আলির হাত থেকে সব দায়িত্ব কেড়ে নিয়ে বিভাগীয় ডেপুটি কমিশনারের অফিসে ‘ক্লোজ’ করা হয়েছিল। নুর আলির অভিযোগ ছিল, তিনি যা করেছেন, ওসি-র নির্দেশেই করেছেন। যদিও ওসি সেই অভিযোগ মানতে চাননি। পীযূষবাবু বলেছিলেন, বেআইনি কিছু করার জন্য কোনও অফিসারকে কোনও নির্দেশ দেননি তিনি।
তা হলে কেন ওসি বদল হল?
লালবাজারের এক শীর্ষ-কর্তার ব্যাখ্যা, গত ১৫ সেপ্টেম্বর ৯এ শর্ট স্ট্রিটের ওই বাড়িতে হামলা হয়েছিল। সেই সময় মমতা অগ্রবাল (শর্ট স্ট্রিট কাণ্ডে খুনের অভিযোগে ধৃত) থানায় অভিযোগ জানালেও গুরুত্ব দেওয়া হয়নি। ওই কর্তার কথায়, “ওই অভিযোগকে গুরুত্ব দেওয়া হলে শর্ট স্ট্রিট কাণ্ড এড়ানো যেত।” লালবাজার সূত্রে জানানো হয়েছে, ওসি অভিযোগের গুরুত্ব বুঝতে পারেননি নাকি হামলাকারীদের সুবিধা করে দেওয়ার জন্যই ব্যবস্থা নেননি, এ বার তা-ও খতিয়ে দেখা হবে।
লালবাজার সূত্রে এ-ও বলা হচ্ছে, ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত পীযূষবাবু শেক্সপিয়র সরণি থানায় সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। সেই সময় রতনলাল নাহাটার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। কিন্তু শর্ট স্ট্রিট কাণ্ডের আগে অভিযুক্ত সম্পত্তির কারবারিদের থানার ওসি-র ঘরেও যাতায়াত করতে দেখা গিয়েছে বলে লালবাজার সূত্রের অভিযোগ। পীযূষবাবুর ঘনিষ্ঠ সূত্রে অবশ্য ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
লালবাজার সূত্রের খবর, পীযূষ কুণ্ডুর জায়গায় শেক্সপিয়র থানার ওসি পদে পাঠানো হয়েছে গুন্ডা-দমন শাখার ওসি অরুণ দে-কে। গুন্ডা-দমন শাখায় পাঠানো হয়েছে সিকিওরিটি কন্ট্রোলের ইন্সপেক্টর দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে।
লালবাজার সূত্রে বলা হয়, অরুণবাবু এর আগে শেক্সপিয়র থানায় অতিরিক্ত ওসি হিসেবে আগে কাজ করেছেন। তিনি ওই এলাকার সঙ্গে যেমন পরিচিত, তেমনই ৯এ শর্ট স্ট্রিটের জমি নিয়ে যে গোলমাল চলছে, সে বিষয়েও অবহিত তিনি। |