রাস সংক্ষেপে
রাস মেলায় কোলে সমৃদ্ধি, কণিষ্ক
এক জন বাবার কোলে অন্য জন বাবার পাশে। দু’জনের চোখেই আলো চকচকে। মদনমোহন মন্দিরে রাসের উদ্বোধনী রাতে ঘোর বিস্ময় দু’জোড়া চোখে। এক জন সমৃদ্ধি, আদুরে নামে পিউ। বাবা জেলার পুলিশ সুপার অনুপ জায়সবাল। অন্য জন কণিষ্ক, কিছুটা বড়। পরিচয়, বাবা মোহন গাঁধী কোচবিহারের জেলাশাসক। পুজোর সময়ে বাবাকে এতটুকু বিরক্ত না করে নিজের মতো করে উদ্বোধনী অনুষ্ঠান দেখল সে। ছেলেকে নিয়ে জেলাশাসক মোহন গাঁধীর বক্তব্য, বাড়ির বাইরে বেরোলে কণিষ্ক বরাবরই এমন শান্ত।

রাসমেলায় শুরু হল সার্কাস। রবিবার সন্ধ্যেয় আনুষ্ঠানিকভাবে তা শুরু হয়েছে।
উদ্যোক্তারা জানিয়েছেন, সোমবার থেকে তিনটি শো। সার্কাসে হাতি, ঘোড়া, কুকুরের
খেলা ছাড়াও অন্যতম আকর্ষণ নাগরদোলা। ছবি দু’টি তুলেছেন হিমাংশুরঞ্জন দেব।

দেখেই আনন্দ
রাসচক্রের কারিগর তিনি। অথচ চক্র ঘোরাননি আলতাফ। শনিবার রাতে মদনমোহন মন্দিরে উৎসবের উদ্বোধনী রাতে রাসচক্র ঘোরাতে উপচে পড়া ভিড় দেখে আলতাফ আপনমনে বলেন, “পরিশ্রমটা সত্যিই সার্থক।” সকলের সঙ্গে চক্র ঘোরাতে আপনি সামিল হচ্ছেন না কেন? শিল্পীর জবাব, “দেখাতেই আনন্দ।”

মেলা থেকে মেলায়
মেলা ভেঙে মেলায় ব্যবসায়ীরা। দিনহাটার সংহতি ময়দানে কালী পুজো উপলক্ষে মেলার আসর বসেছিল। মাত্র দু’দিন আগে ওই মেলা শেষ হয়েছে। সেখান থেকেই পসরা ভেঙে পাততাড়ি গুটিয়ে এ বার রাসমেলায় হাজির অনেকেই। নতুন করে দোকান সাজানোর ব্যস্ততা শুরু হয়েছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.