সান্দাকফু যাতায়াতে রাস্তা করবে রাজ্যের পূর্ত দফতর। পরিবশের সঙ্গে খাপ খাইয়ে পাথরের রাস্তা তৈরি করা হবে। পাথরের রাস্তা হলেও তা হবে উন্নত মানের। তাতে হাঁটাচলা করতে বা গাড়ি যেতে সমস্যা হবে না। রবিবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে সংশ্লিষ্ট মন্ত্রী গৌতম দেব ও পূর্তমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকের পরে এ কথা জানান। পাশাপাশি টাইগার হিল থেকে সূর্যোদয় দেখার জায়গাটি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পূর্ত দফতর সে কাজ করবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “রোহিণী থেকে দার্জিলিং পর্যন্ত উন্নত মানের রাস্তা তৈরি করতে ২২ কোটি টাকা খরচ হবে। সান্দাকফু যাওয়ার রাস্তাও তৈরি করা হবে। পূর্ত দফতর ওই কাজ করবে। টাইগার হিল সাজিয়ে তোলা হচ্ছে।” সুদর্শন জানান, পর্যটকের সুবিধার্থে সান্দাকফু যাওয়ার রাস্তায় শৌচাগার এবং রাত কাটানোর ব্যবস্থা ‘মোটেল’ গড়ে তোলা হবে। পাহাড়ে দু’টি জায়গায় এ ধরনের শৌচাগার এবং মোটেল হবে। মোটেল গুলিতে এক দুই দিন থাকার ব্যবস্থা, ‘কফিশপ’ থাকবে। পাহাড় ছাড়াও সমতল এলাকায় ৩ টি এ ধরনের মোটেল তৈরির সিদ্ধান্ত হয়েছে। তারমধ্যে ফুলবাড়ি, মহানন্দা সেতু লাগোয়া বর্ধমান রোডে এবং তেনজিং নোরগে বাস টার্মিনার্সের উল্টো দিকে হিলকার্ট রোডের ধারে বিশেষ শৌচাগার এবং মোটেল তৈরি হবে। বর্ধমান রোডে কাজও শুরু হয়েছে। সান্দাকফুর রাস্তা তৈরি এবং টাইগার হিল দেখার জায়গা সাজিয়ে তোলার সিদ্ধান্তকে সাধুবাদ জানান বিভিন্ন পর্যটন সংস্থার কর্মকর্তারা।
|
জেলা কংগ্রেস এবং তাদের ছাত্র-যুব সংগঠন থেকে এক দল নেতা-কর্মী তৃণমূলে গেলেন। রবিবার সকালে হিলকার্ট রোডে তৃণমূলের জেলা কার্যালয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের হাত থেকে দলীয় পতাকা নেন ছাত্র পরিষদ এবং জেলা কংগ্রেসের কর্মী-সমর্থকদের একাংশ। সন্ধ্যায় দলীয় অনুষ্ঠানে জলপাইগুড়ি যুবক কংগ্রেসের ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার প্রাক্তন সভাপতি সঞ্জয় সাহা-সহ অনেকেই তৃণমূলে যোগ দেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “সম্প্রতি শিলিগুড়ি, জলপাইগুড়িতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের দলে এসেছেন। মানুষের স্বার্থে তাঁরা কাজ করতে চান। শিক্ষা সংক্রান্ত নানা দায়িত্বের পাশাপাশি দলের তরফে উন্নয়নের কাজ পরিচলনার দায়িত্বও তাঁদের দেওয়া হবে।” এ দিন শিলিগুড়ির এক স্কুলের পরিচালন সমিতির সম্পাদক তথা প্রাক্তন ছাত্র পরিষদ নেতা কমল কর্মকার, কংগ্রেস নেতা সঞ্জয় শর্মা, নিরঞ্জন সরকার-সহ ছাত্র পরিষদ ও কংগ্রেস নেতা-কর্মীরা তৃণমূলে যোগ দেম। কমলবাবু, সঞ্জয়বাবু বলেন, “মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়েই তৃণমূলে যোগ দিয়েছি। উন্নয়নে নানা কাজে সামিল হতে চাই।” প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক সুবীন ভৌমিক বলেন, “যাঁরা দল ছেড়েছেন তাঁরা স্বার্থের কথা ভেবেই গিয়েছেন। মানুষের জন্য নয়। এতে কংগ্রেসের কোনও ক্ষতি হবে না।”
|
সমবায় সমিতিগুলিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সমবায় দফতর। মহিলাদের বেশি সামিল করতে, মহিলাদের জন্য সমিতির সংখ্যা বাড়ানো, ঋণ মঞ্জুরির শর্ত সহজ করার মত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। গত ১৪ নভেম্বর থেকে শুরু সমবায় সপ্তাহ উপলক্ষে রবিবার জলপাইগুড়ির প্রয়াস হলে সমবায় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজ্যের সমবায় মন্ত্রী শংকর চক্রবর্তী সহ দফতরের পরিষদীয় সচিব জ্যোর্তিময় কর, রাজ্য সমবায় ইউনিয়নের সভাপতি বিধায়ক স্বর্নকমল সাহা উপস্থিত ছিলেন। সমবায় মন্ত্রী বলেন, “উত্তরবঙ্গে সমবায়ের জন্যে অনেক ক্ষেত্র আছে। মৎস্যচাষ, পশুপালন সব ক্ষেত্রেই সমবায় করে কাজ করা যেতে পারে। মহিলারা যাতে সমবায় ক্ষেত্রে যুক্ত হন সে দিকে নজর রাখা হচ্ছে।”
|
সেট্রাল ডুয়ার্স ইকো ফেস্টের চতুর্থ দিনে চিলাপাতা এলাকায় ফুটবল ম্যাচে অনুষ্ঠিত হল। রবিবার বিকালে খেলার উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়। এদিন চিলাপাতা কুরমাই বস্তির সঙ্গে সাতচিঙ্গামারি এলাকার ফুটবল দলের ফাইনাল খেলা হয়। ১-০ গোলে খেলা জেতে চিলাপাতা কুরমাই বস্তি। চিলাপাতা ফরেস্ট হাইস্কুলের মাঠে খেলার শেষে আদিবাসী, রাভা সহ নানা জনজাতির সংস্কৃতিক অনুষ্ঠান হয়। খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন পিকে বন্দ্যোপাধ্যায়। রাতে ব্যবস্থা করা হয় ফুড ফেস্টিবেল। উৎসবের উদ্যোক্তাদের পক্ষে রাজ বসু জানান, আজ সোমবার সকালে বক্সা দুয়ারে পর্যটকদের নিয়ে ট্রেকিং করা হবে। বিকালে কালকুট এলাকায় স্থানীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা হবে।
|
উত্তরবঙ্গশ্রী খেতাবের জন্যে ১ ডিসেম্বর মালবাজারে হচ্ছে উত্তরবঙ্গ দেহসৌষ্ঠব প্রতিযোগিতা। রবিবার ওয়েস্টবেঙ্গল স্টেট বডিবিল্ডিং অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন এই ঘোষণা করে। সংগঠন রাজ্য সহ সভাপতি অমল আচার্য জানান, প্রতিযোগিতা ১৫ বছরে পা দিচ্ছে। হেল্থ কেয়ার সংগঠন প্রতিযোগিতার আয়োজন করবে। |