টুকরো খবর
পতাকা ছেঁড়ার নালিশ বাঁকুড়ায়
পুরসভার একটি ওয়ার্ডে উপনির্বাচন হচ্ছে। সেখানেও তৃণমূলের বিরুদ্ধে দলের পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলল কংগ্রেস, সিপিআই ও বিজেপি। বাঁকুড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই ওয়ার্ডে শুক্রবার উপনির্বাচন হচ্ছে। নির্বাচনে এই তিন দল-সহ তৃণমূলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। রবিবার ওই তিনটি দলের তরফে বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের করা হয়। কংগ্রেস প্রার্থী দিলীপ দত্তের অভিযোগ, “রাতের অন্ধকারে আমাদের দলের পতাকা কেউ ছিঁড়ে দিয়েছে। কারা এই কাজ করল তা পুলিশকে তদন্ত করে দেখতে বলেছি।” সিপিআই প্রার্থী শ্যামসুন্দর দত্ত ও বিজেপি প্রার্থী অচিন্ত্য মহান্ত অবশ্য এই ঘটনার জন্য সরাসরি তৃণমূলকেই দায়ী করছেন। তাঁরা বলেন, “তৃণমূল ছাড়া বাকি তিন দলের পতাকা ছেঁড়া হয়েছে। কাজেই তৃণমূলই যে এই কাজ করেছে তা পরিষ্কার।” তবে তৃণমূল প্রার্থী লতিকারানি হালদার দাবি করেছেন, “আমরা পতাকা ছেঁড়ার রাজনীতি করি না। বরং আমাদের দলেরই কিছু পতাকা খুলে দিয়েছে কারা।”

সতর্কতার পাঠ রেলের
প্রহরীবিহীন লেভেল ক্রসিং পারাপারের সময় কী ধরনের সতর্কতা দরকার, হাতে কলমে তা দেখাতে মাঠে নামল রেল। রবিবার আদ্রা রেলশহরের দুই প্রান্তে অবস্থিত দু’টি প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে সচেতনতা মূলক এই কর্মসূচি হয়। আদ্রার ভারত স্কাউট এন্ড গাইড এবং রেলের নিরাপত্তা বিভাগ এই উদ্যোগ নিয়েছিল। তাঁরা আদ্রা ও জিয়াড়ার দুই প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ের কাছে গিয়ে রেল লাইন পারাপারকারী মানুষজনকে বুঝিয়েছেন, লাইন পার হওয়ার আগে দুই দিক আগে দেখা দরকার। ট্রেন আসছে কি না তা নিশ্চিত হওয়া আগে দরকার। ট্রেন না দেখা গেলে, তবেই পারাপার করা উচিত। আদ্রা ডিভিশনের সিনিয়ার ডিভিশনাল অপারেটিং ম্যানেজার সত্যম প্রকাশ বলেন, “মানুষজন একটু সতর্ক হলেই লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা এড়ানো সম্ভব। সে কথাই সবাইকে বোঝানো হয়।” আদ্রা শহরকে কার্যত দু’ভাগে বিভক্ত করেছে রেলপথ। লাইনের দু’পাশে ছড়িয়ে রয়েছে শহর। দুই পারেই রয়েছে স্কুল, অফিস, ব্যাঙ্ক, বাজার, হাসপাতাল, বাসস্ট্যান্ড-সহ নানা গুরুত্বপূর্ণ জায়গা। যেখানে প্রতিদিনই মানুষজনকে যাতায়াত করতে হয়। তাই আদ্রায় রেললাইনের উপরে উড়ালপুলের দাবি দীর্ঘদিনের। রেল কর্তৃপক্ষ একটি উড়ালপুল তৈরির প্রক্রিয়াও শুরু করে দিয়েছে।

বিদ্যুৎ চুরিতে মোটা জরিমানা
বিদ্যুৎ চুরি করার অভিযোগ উঠল সিপিএমের এক প্রাক্তন প্রধানের বিরুদ্ধে। বোরো থানার কুমারী গ্রামের বাসিন্দা সন্তোষ মাণ্ডি নামে ওই ব্যক্তির বিরুদ্ধে বিদ্যুৎ দফতর থানায় অভিযোগ দায়ের করেছে। বিদ্যুৎ দফতরের মানবাজারের স্টেশন সুপারিন্টেডেন্ট (বিদ্যুৎ) বিজু দুয়ারি বলেন, “সন্তোষ মাণ্ডি নামে ওই ব্যক্তি হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করছিলেন। এ জন্য তাঁকে ১ লক্ষ ২৬ হাজার টাকা জমা দিতে বলা হয়েছে। থানায় অভিযোগও করা হয়েছে।” সন্তোষবাবু বলেন, “এত টাকা এক সঙ্গে দেওয়ার ক্ষমতা নেই। পুরুলিয়া আদালতে আবেদনে তা জানিয়েছি।”

জঙ্গলমহল ফুটবল কাপ শুরু
(বাঁ দিকে) রবিবার কাশীপুরের দমনকেয়ারি ফুটবল মাঠে হুড়ার মোফি ক্লাব
টাইব্রেকারে জয়ী হয়। (ডান দিকে) পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে শনিবার
পুণর্মিলন উৎসবে ফুটবল খেলায় মেতে উঠল প্রাক্তণী ও বর্তমান ছাত্রেরা।
‘জঙ্গলমহল ফুটবল টুর্নামেন্ট-২০১৩’-র বারিকুল থানা জোনের পুরুষ ও মহিলা বিভাগের প্রথম পর্যায়ের খেলা শুরু হল রবিবার। বারিকুল থানা সংলগ্ন ফুটবল মাঠে ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার পুরুষ ও মহিলা বিভাগে ৪০টি করে দল যোগ দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ইঁদপুরের সার্কেল ইনস্পেক্টর কালীপ্রসাদ গঙ্গোপাধ্যায়, বারিকুলের ওসি শ্যামাপ্রসাদ প্রধান প্রমুখ।

মদ আটক
দেশি ও বিদেশি মদ বেআইনি ভাবে মজুত এবং বিক্রির অভিযোগে খাতড়ার এক হোটেল ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ওই হোটেলে হানা দিয়ে প্রায় ১৩০ বোতল দেশি ও বিদেশি মদ আটক করে পুলিশ। হোটেলের ম্যানেজার বিশ্বনাথ দত্তকে ধরা হয়। তার ১৪ দিন জেলহাজত হয়েছে। পুলিশ জানিয়েছে, হোটেল মালিক পলাতক।

গ্রেফতার দুই
এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে পুলিশ রবিবার দুই যুবককে গ্রেফতার করল। বৃহস্পতিবার মানবাজার থানায় এক তরুণী অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, তিনি জমিতে যাওয়ার সময় ওই দুই যুবক তার শ্লীলতাহানি করে। পরে তিনি বাড়িতে এসে ঘটনার কথা জানান। ধৃতেরা হল বিধান রায় ও সনাতন সহিস। বাড়ি মানবাজার থানার মহড়া গ্রামে।

শিশু দিবসের অনুষ্ঠান
শিশু দিবস উপলক্ষে আদ্রায় ভারত স্কাউট এন্ড গাইডের কার্যালয়ে নানা সংস্কৃতিক অনুষ্ঠানে মাতল স্কুল পড়ুয়ারা। এলাকার বিভিন্ন স্কুলের প্রায় ৪০০ ছাত্রছাত্রী ১৪ নভেম্বর ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.