সংখ্যালঘুদের পাশে আছেন মুখ্যমন্ত্রী, দাবি শুভেন্দুর
নিজস্ব সংবাদদাতা • দেগঙ্গা |
কিছু দিন আগে সংখ্যালঘু অধ্যুষিত দেগঙ্গার জনসভায় এসে তৃণমূলের সঙ্গে বিজেপির ‘ঘনিষ্ঠতা’র অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ইমাম-মোয়াজ্জিমদের ভাতা দান প্রসঙ্গেও রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন সিপিএমের বর্ষীয়ান এই পলিটব্যুরো সদস্য। এ বার সেই দেগঙ্গায় দাঁড়িয়েই বর্তমান রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন-সংক্রান্ত কাজের ফিরিস্তি দিলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সংখ্যালঘুদের সঙ্গে আছেন, থাকবেন।” রাজ্য সরকারের আর এক গুরুত্বপূর্ণ সদস্য, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আবার সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে বিজেপিকে একসারিতে বসিয়ে দাবি করলেন, এই তিন দলই এ রাজ্যে ক্রমশ অস্তিত্বহীন হয়ে পড়ছে। তাঁর কথায়, “বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে একন মাইক্রোস্কোপে দেখতে হবে।” রবিবার দেগঙ্গার কলসুর মাঠে তৃণমূলের সভায় এই দুই নেতা ছাড়াও হাজির ছিলেন সাংসদ কাকলি ঘোষদস্তিদার, স্থানীয় বিধায়ক নুরুজ্জামান। পূর্বতন বাম সরকারের সমালোচনা করে শুভেন্দুবাবু বলেন, “গত ৩৪ বছরে ওরা তিন লক্ষের মতো সংখ্যালঘুকে স্কলারশিপ দিতে পেরেছে। সেখানে মাত্র আড়াই বছরের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৫ লক্ষেরও বেশি সংখ্যালঘুকে স্কলারশিপ দিয়েছেন।”
|
‘প্রতারক’ ধৃত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কালীঘাট থানার পুলিশ। শনিবার রাতে, খড়দহ থেকে। ধৃতের নাম জে মোহন রাও। পুলিশ জানায়, মাস তিনেক আগে মোহন নিজেকে একটি বেসরকারি সংস্থার মার্কেটিং ম্যানেজার পরিচয় দিয়ে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের এক ওষুধ সরবরাহকারী সংস্থার থেকে কয়েক লক্ষ টাকার ওষুধ কিনেছিলেন। অভিযোগ, সেই টাকা শোধ করেননি তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মোহন আগে ওই সংস্থাতেই কাজ করতেন। মাস চারেক আগে তাঁকে বরখাস্ত করা হয়। |