ইন্দিরা আবাস যোজনা প্রকল্পের উপভোক্তা নির্বাচন নিয়ে জটিলতা দেখা দিয়েছে আরামবাগ ব্লকের বাতানল পঞ্চায়েতে। কেননা, ওই পঞ্চায়েত এলাকার ৮৪ জন উপভোক্তার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। কিন্তু পঞ্চায়েত থেকে এখনও কোনও নামের সুপারিশ ব্লক প্রশাসনের কাছে পাঠানো হয়নি। উপভোক্তাদের অনেকেই এর পিছনে রাজনীতি রয়েছে বলে মনে করছেন। এ নিয়ে তাঁরা ব্লক প্রশাসনেরও দ্বারস্থ হয়েছেন।
বিডিও প্রণব সাঙ্গুই বলেন, “ওই পঞ্চায়েতের প্রধানকে ইন্দিরা আবাস যোজনার অপেক্ষমান উপভোক্তাদের তালিকা পাঠিয়ে তা থেকে দ্রুত উপভোক্তা নির্বাচন করে পাঠাতে বলা হয়েছে। এখনও কেন তা সম্ভব হয়নি সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে।” পঞ্চায়েত প্রধান তৃণমূলের স্বপন সাধুখাঁর দাবি, “তালিকায় অনেক ত্রুটি রয়েছে। তালিকাভুক্তদের অনেকেই প্রকৃতপক্ষে বিপিএলের আওতায় নেই। তার চেয়েও বড় অসুবিধা, ওই তালিকা থেকে কোন ৮৪ জনকে বাছাই করা হবে তা নিয়ে। সেই ঝুঁকি সদস্যেরা নিতে চাইছেন না। অসুবিধা থেকে বের হওয়ার চেষ্টা চলছে।”
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের নির্দেশে ওই প্রকল্পের অপেক্ষমান উপভোক্তাদের তালিকা তৈরি হয় ২০০৮-২০০৯ আর্থিক বছরে। যে তালিকা তৎকালীন গ্রাম সংসদ থেকে অনুমোদন হয়। আইন অনুযায়ী সেই তালিকার ভিত্তিতেই উপভোক্তা নির্বাচন করতে হবে। তবে, সেই তালিকার কারও যদি বাড়ি হয়ে থাকে বা কেউ যদি বিপিএল থেকে উন্নীত হয়ে থাকেন, তবে পঞ্চায়েতের সুপারিশ অনুযায়ী ব্লক প্রশাসন তদন্ত করে সেই নাম বাদ দেবেন।
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি আর্থিক বছরে ওই প্রকল্পে আরামবাগের ১৫টি পঞ্চায়েতের ৮৮৩ জন উপভোক্তার জন্য তহবিল (উপভোক্তাপিছু ৭০ হাজার টাকা) বরাদ্দ হয়। তিন কিস্তিতে ওই টাকা দেওয়া হবে। উপভোক্তা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে ইতিমধ্যে ৩১১ জন প্রথম দফার টাকা পেয়েও গিয়েছেন। অন্যান্য পঞ্চায়েতগুলি নিজেদের ‘কোটা’মতো উপভোক্তাদের তালিকা পাঠালেও বাতানল পঞ্চায়েত একটি নামও পাঠায়নি। ওই পঞ্চায়েতের ২২টি সংসদে অপেক্ষমান উপভোক্তার তালিকায় ১৩৮৪ জনের নাম রয়েছে। সেখান থেকেই ৮৪ জনের নাম বাছাইয়ের নির্দেশিকা পাঠানো হয় গত ১৭ অক্টোবর।
উপভোক্তাদের একাংশের অভিযোগ, স্থায়ী অপেক্ষমান উপভোক্তাদের তালিকা বাম আমলে তৈরি হওয়ার জন্যই তা মানতে চাইছেন না তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ। নিজেদের আত্মীয়স্বজন এবং দলীয় কর্মীদের প্রকল্পের আওতায় আনতে চাইছেন তাঁরা। এই অভিযোগ অবশ্য মানতে চাননি পঞ্চায়েত প্রধান। বাতানল পঞ্চায়েতের জটিলতা নিয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের শিশির সরকার বলেন, “সমস্যা কাটাতে এলাকায় আলোচনা করা হবে।” |