|
|
|
|
রাস্তার ধারে কলেজ ছাত্রের দেহ, ধন্দে পুলিশ-পরিজনেরা |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
অস্বাভাবিক মৃত্যু হল এক কলেজ ছাত্রের। রবিবার ভোররাতে তমলুকের হলদিয়া-পাঁশকুড়া রাজ্য সড়কের ধার থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃত সৌভিক মান্না (১৯)-র বাড়ি নন্দীগ্রামের নরসিংহপুরে। তিনি তমলুক কলেজে বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। কলেজের কাছেই একটি মেসে থাকতেন সৌভিক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ সৌভিক দুই বন্ধুর সঙ্গে মেস থেকে মোটর সাইকেলে বেরিয়ে যান। সৌভিকের বন্ধুরাই গভীর রাতে পুলিশের সঙ্গে যোগাযোগ করে।
তারা জানায়, তমলুক থানার ডিমারি বাজারের কাছে আস্তাড়া গ্রামে মোটর সাইকেল দুর্ঘটনায় সৌভিক গুরুতর জখম হয়েছেন। তমলুক থানার পুলিশ গিয়ে সৌভিককে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকেরা জানান, ওই যুবকের মৃত্যু হয়েছে।
সৌভিকের পরিবার সূত্রে খবর, শনিবার রাত তিনটে নাগাদ সৌভিকের এক বন্ধু নন্দীগ্রামের বাড়িতেও ফোন করে দুর্ঘটনার কথা জানায়। পরে বাড়ির লোক পুলিশের কাছে খোঁজ নিয়ে জানতে পারে সৌভিকের মৃত্যু হয়েছে। তারপর থেকেই সৌভিকের ওই বন্ধুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তাদের কোনও খোঁজ মেলেনি বলে পুলিশ ও সৌভিকের পরিজনেরা জানিয়েছেন। বন্ধুরা হঠাৎ কেন বেপাত্তা হয়ে গেল, সেই প্রশ্ন ভাবাচ্ছে সকলকেই।
সৌভিকের মামা চন্দন ভৌমিক বলেন, “সৌভিকের যে বন্ধু রাতে বাড়িতে ফোন করে দুর্ঘটনার কথা জানিয়েছিল, তার সঙ্গে ফোনে আমরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাইনি। সৌভিকের মোবাইল ফোনটিও পাওয়া যায়নি। ওর বন্ধুরা কেন এ ভাবে এড়িয়ে চলার চেষ্টা করছে, বুঝতে পারছি না।”
পুলিশ জানিয়েছে, ওই ছাত্রমৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। |
|
|
|
|
|